নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

"তোমা বিনে"

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
দুপুর বেলার প্রখর রোদে একলা হাঁটি
মাতাল হয়ে কষ্ট কিনি, নষ্ট হবো,
একটু ছায়ার খুব প্রয়োজন ।

আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
রাত বিরাতে উদাস মনে আকাশ দেখি
আকাশেরই বিশালতায় হারিয়ে ফিরি,
একটা নীড়ের খুব প্রয়োজন ।

আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
তোমায় দেখার তৃষ্ণা কেবল বাড়ছে আমার
নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের ফোঁটার অর্থ খুঁজি,
বুঝতে পেরে অস্হিরতা ঘিরে আমায়,
তোমায় কসম খুব প্রয়োজন ।

আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
এখন তোমার সকাল বিকাল
কাটছে কেমন, এমন আকাল,
তোমার তরে দিবো উড়াল
মুক্ত পাখির ডানায়,
তোমায় দেখা খুব প্রয়োজন ।
আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

এম এ কাশেম বলেছেন: ভীষন কষ্ট বুঝি কবি?

ভাল লেগেছে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

শাহজাহান মুনির বলেছেন: ভাল লাগায় অশেষ ধন্যবাদ জনাব।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

মানবী বলেছেন: কষ্টের সুন্দর প্রকাশ!

ধন্যবাদ শাহজাহান মুনির।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

শাহজাহান মুনির বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ মানবী।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

সিগনেচার নসিব বলেছেন: জীবন কবিতা
কবিতায় জীবন




শুভেচ্ছা রেখে গেলাম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

শাহজাহান মুনির বলেছেন: ঠিক বলেছেন, জীবন কবিতা-কবিতায় জীবন।

অশেষ ধন্যবাদ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০

নতুন নকিব বলেছেন:



কবিতায় ভালোলাগা। কবিকে অভিনন্দন!
লোকেরা কী যে বলে! কষ্ট ছাড়া কবি কবিতা এইসব কি কখনও জীবন পেতে পারে?

শুভ কামনা, মুনির ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

শাহজাহান মুনির বলেছেন: কষ্ট, কবিতা, জীবন নিয়েই তো কবি।

অনেক ধন্যবাদ ভাই।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর বহিঃপ্রকাশ প্রয়োজনের....!
ভালো লাগলো অভিনন্দন, শুভ কামনা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫

শাহজাহান মুনির বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

আলপনা তালুকদার বলেছেন: সুন্দর।

হাঁটি, হারিয়ে, ফোঁটার, খুঁজি, - এই বানানগুলো ঠিক করবেন প্লিজ। কবিতায় ভুল বানান কবির এবং কবিতার মানহানি ঘটায়। আমি সহ্য করতে পারিনা। সরি। কিছু মনে করবেন না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শাহজাহান মুনির বলেছেন: অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত। ঠিক করে নিয়েছি। অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন প্রতিনিয়ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.