নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

\'মিছিল\'

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৩

আকাশ জুড়ে তারার মেলা
করছে কেবল কানাকানি,
মনে তাদের কি না জানি?
একটা কিছু ঘটবে তবে,
আজ তারাদের মিছিল হবে।

পাখিরা সব করছেনা রব
করছে কেবল কানাকানি,
মনে তাদের কি না জানি?
একটা কিছু ঘটবে তবে,
আজ পাখিদের মিছিল হবে।

ফুলগুলো সব খুজছে কারে
বাগান ছেড়ে ছুটছে বারে ,
মনে তাদের কি না জানি?
একটা কিছু ঘটবে তবে,
আজ ফুলেদের মিছিল হবে।

আকাশ সাগর চন্দ্র তারা
সবে মিলে দিশেহারা,
মনে তাদের কি না জানি?
একটা কিছু ঘটবে তবে,
আজকে তাদের মিছিল হবে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:২২

সনেট কবি বলেছেন: পোষ্টে একরাশ মুগ্ধতা।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০

শাহজাহান মুনির বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ জনাব।

২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

তপোবণ বলেছেন: মুগ্ধতা ছড়িয়েছেন কবিতায়। অনবদ্য। এক লহমায় পড়ে নেয়ার মতো কাব্যিকতায় ভরা। ভালো থাকুন নিরন্তর।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৪

শাহজাহান মুনির বলেছেন: শুনে অনুপ্রাণিত হলাম। পাঠে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন প্রতিনিয়ত।

৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসা প্রকাশ করেছেন ভাই, ছন্দময় কথামালায়। মুগ্ধতা রইল কবিতায়।

কবি ভাইয়ের প্রতি শুভকামনা।

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

শাহজাহান মুনির বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ ভাই। ভালো থাকুন প্রতিনিয়ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.