নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

মানুষ!

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫



কেউ কি আছেন কোন দিকে?
মানুষ!
দুই হাত, দুই পাওয়ালা
মানুষ!
নিদারুণ মানুষহীনতায় ভুগছে ভূ-ভাগ!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:( প্রান্তিক মানুষগুলো ভাল থাকুক।

#"নিদারুণ মানুষহীনতায় ভুগছে ভূ-ভাগ!"
---- লাইনটি পাঠক বুঝতে পারে নি!?:(

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১

শাহজাহান মুনির বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ জনাব।

"এই পৃথিবীটায় মনুষ্যত্বপূর্ণ মানুষের প্রবল অভাব।"
এটা বুঝাতে চেয়েছি।

২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: বাকিরা যাকে মানুষ বলে সেমানুষের পরিমান প্রচুর। তবে আপনার চাওয়া মানুষ খুবই বিরল।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

শাহজাহান মুনির বলেছেন: একদিন আমার চাওয়া মানুষে ভরে যাবে পৃথিবী, সেই দিনের প্রত্যাশায়।


পাঠে অশেষ ধন্যবাদ জনাব।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬

মোছাব্বিরুল হক বলেছেন:
পৃথিবীতে বাড়ছে মানুষ সকল লোকেই বলে
আমি বলি কমছে মানুষ সময় যতই চলে।
দুপায়ীদের সংখ্যা বাড়ে মানুষ কমে যায়,
খুঁজে দেখ মানুষ পাওয়া আজকে বড়ই দায়।
দুপা হলেই যদি তাকে মানুষ বলতে হয়,
পক্ষিকুলের সবার দুপা তারা মানুষ নয়?



ধন্যবাদ প্রাসঙ্গিক কথাগুলো বলার জন্য।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৬

শাহজাহান মুনির বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।

আপনার জন্য শুভকামনা নিরন্তর।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮

তাসলিমা ম্যারেজ মিডিয়া বলেছেন: খেটে খাওয়া মানুষ গুলোর মধ্যে এই শ্রেনির মানুষ সবচেয়ে আমার কাছে সম্মানিত কারন এরা রোদ বৃষ্টি ঝর তুফান শীত সব কিছু উপেক্ষা করে শুধু মাত্র দুবেলা ভাতের জন্য কষ্ট করে। আমি অন্য শ্রমিকদের অশ্রদ্ধা করছি না কিন্তু। কিন্তু রিক্সাওয়ালাদের বেশি শ্রদ্ধাকরি।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৩

শাহজাহান মুনির বলেছেন: মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, এটাই মনুষ্যত্বের পরিচয়।

আপনার জন্য শুভকামনা নিরন্তর। ধন্যবাদ।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫

তাসলিমা ম্যারেজ মিডিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: আজকাল কাঁদতে পারি না, জলের অভাবে স্বভাবে কালি পড়ে গেছে। চোখটাও বিদ্রোহ শুরু করেছে।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৬

শাহজাহান মুনির বলেছেন: তারপরও এগিয়ে যেতে হবে, এগিয়ে নিতে হবে এই ঘুণধরা সমাজকে।

আপনার জন্য শুভকামনা অশেষ। ভালো থাকুন প্রতিনিয়ত। ধন্যবাদ।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০

শহীদ আম্মার বলেছেন: পরশ্রমী মানুষগুলো ইহকালে ঠকলেও পরকালে ঠকবেনা।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

শাহজাহান মুনির বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

ইমরান আল হাদী বলেছেন: মানুষ আছে,এখনো মানুষ আছে.......

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

শাহজাহান মুনির বলেছেন: মানুষ আছে বলেই তো পৃথিবীটা এখনো টিকে আছে।

পাঠে অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.