নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

ঋণ

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

ফিরিয়ে কে দিবি আমায়
মধুমাখা এই দিনগুলো,
মাল্য করে নিবো তারে
শোধিতে সব ঋণগুলো।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

অর্ক বলেছেন: যাক যা গেছে তা যাক। যা আছে তা ভরপুর উপভোগ করুন আপনজনদের নিয়ে। শুভেচ্ছা।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪

শাহজাহান মুনির বলেছেন: আজকাল সবাই এতো বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে, সবাই থেকেও কেউ নেই।

আপনাকেও শুভেচ্ছা, ভালো থাকুন প্রতিনিয়ত। ধন্যবাদ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: সেই সব দিন তো আর ফিরে পাওয়া যায় না। তবে অবসর সময়ে সেইদিন দিনের কথা ভেবে পুলকিত হবেন।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

শাহজাহান মুনির বলেছেন: সেইসব দিন কি আর ফিরে পাওয়া যায়? তবে তখনকার সময়ের কথা মনে করে পুলকিত হই আর আবারও মিলিত হবার তাড়না অনুভব করি।

অশেষ ধন্যবাদ আপনাকে।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার, স্মৃতিময় অভিব্যক্তি।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ জনাব।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সোনার খাঁচায় দিনগুলো আর থাকবে না, এই যে আপনার নানান রঙের দিনগুলো---

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯

শাহজাহান মুনির বলেছেন: থাকেনা কারোই। ধন্যবাদ অনেক।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ইমরান আল হাদী বলেছেন: স্মৃতি রোমন্থন করে উপভোগ করুন বর্তমান।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

শাহজাহান মুনির বলেছেন: বর্তমানকে উপভোগ করি বলেই তো, বর্তমানটা অতীত হয়ে গেলেই আক্ষেপটাও বাড়ে।
ধন্যবাদ, ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.