নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

"প্রত্যাবর্তন"

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

ফিরে এসো জাতিরপিতা
আর একটিবার যুদ্ধ হোক,
যুদ্ধে আরেক স্বদেশ হবে
আর কিছু লোক শুদ্ধ হোক।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

ঠ্যঠা মফিজ বলেছেন: আসলে আরেকবার যুদ্ধ হলে দেশটা পরিপূর্ণ শুদ্ধতা হত।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৯

শাহজাহান মুনির বলেছেন: যদিও সম্ভব না, তারপরও মনের ক্ষোভ থেকে এই চাওয়া। ধন্যবাদ।

২| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

বিজন রয় বলেছেন: আবার যুদ্ধ!!

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

শাহজাহান মুনির বলেছেন: শুদ্ধতার জন্য না হয় আরেকটিবার যুদ্ধ হোক।
ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৯

ব্লগ সার্চম্যান বলেছেন: আর যুদ্ধের প্রয়োজন নেই।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৭

শাহজাহান মুনির বলেছেন: যুদ্ধ মানেই ধ্বংস! কিন্তু যুদ্ধ ছাড়া তো শুদ্ধতা আসেনা।
ধন্যবাদ। ভালো থাকুন প্রতিনিয়ত।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

বিজন রয় বলেছেন: শুদ্ধতার জন্য না হয় আরেকটিবার যুদ্ধ হোক।

দারুন।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ভাই। ভালোবাসা নিরন্তর।

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ভাই। শুদ্ধতা আসুক প্রতিটি জীবনে।

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০

স্রাঞ্জি সে বলেছেন:
চাওয়া যেন পাওয়া হউক।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৩

শাহজাহান মুনির বলেছেন: তবে তাই হোক....ধন্যবাদ।

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জাতির পিতা আর আসবে না, তবে তার আদর্শের অনেকেই আসবে...

আচ্ছা, এখানে যুদ্ধ মানে কী?
গৃহযুদ্ধ?
না গণজাগরণ??

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

শাহজাহান মুনির বলেছেন: আরেকজন বঙ্গবন্ধু কোন কালেই আসবেনা। তার আদর্শকে লালন করে দেশকে এগিয়ে নেয়ার মতো কেউ আসুক এই প্রত্যাশায়।
যুদ্ধ মানে গণজাগরণ বলতে পারেন।
ধন্যবাদ, ভালো থাকুন।

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ আহ্বান, হোক শুদ্ধিকরণ অভিযান

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

শাহজাহান মুনির বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ ভাই। তবে তাই হোক...

৯| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

নাহিদ০৯ বলেছেন: জাতির পিতা যদি আজ আবার ফিলে আসে বলেন যে, “আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়।” আপনি কি ‍বুঝতে পারছেন তাঁর অবস্থা কি হবে? ৫৭ ধারায় গুজব ছড়ানোর অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হবে।

তিনি যদি একবার লাইভে এসে বলেন, “শুনুন, মনে রাখুন শত্রুপিছনে ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে।” তাহলে তাকে ঘন্টাখানেক এর মধ্যে গুম করে ফেলা হবে হয়তো।

তার থেকে ভালো তিনি মানুষের মনে বেঁচে থাকুন। মানুষের আশা হয়ে।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯

শাহজাহান মুনির বলেছেন: হয়তবা আপনার উপলব্ধি ঠিক। আবার যে বঙ্গবন্ধুকে শত নির্যাতনও দমিয়ে রাখতে পারেনি, যে বাংলার মানুষকে মুক্ত করেই ছেড়েছেন তার জন্য এই ৫৭ ধারা কিছুই না। বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকুক বাঙালীদের মনে ও প্রাণে। এনিওয়ে ভালো বলেছেন। ধন্যবাদ।
ভালো থাকুন প্রতিনিয়ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.