![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1.কোন বিদ্দ্যুৎ বিল ছিলনা লিবিয়াতে। সব নাগরিকের জন্য এটা বিনামূল্য ছিল।
2.আইন অনুযায়ী লিবিয়ান নাগরিকদের কেউ ব্যাংক লোন নিলে তা ছিল সুদ মুক্ত।
3.প্রতিটি মানুষের নিজস্ব বাড়িঘর থাকা ছিল মৌলিক অধিকার।
4.প্রতোক নব নবদম্পতি ৫০০০০ ডলার সম মূল্লোর এপার্টমেন্ট পেত তাদের সংসার সুরু করার জন্য।
5.শিক্ষা এবং চিকিৎসা ছিল ফ্রি। গাদ্দাফির আগে যেখানে মাত্র ২৫% লোক ছিল শিক্ষিত, গাদ্দাফির সময় সেটা হয়েছিল ৮৩%।
6.যদি কোন লিবিয়ান কৃষিকে পেশা হিসেবে নিতে চাইতো তবে সরকারের পক্ষ থেকে তাকে জমি, ফার্ম হাউজ,বীজ থেকে শুরু করে সব ধরনের সহায়তা করা হত।
7.যদি কোন লিবিয়ান পড়ালেখা বা চিকিৎসার জন্য অন্য কোন দেশে যাওয়ার প্রয়োজন হত যেটা লিবিয়াতে সম্ভব না, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ২৩০০ / মাসিক ডলার দেওয়া হত।
8.কোন লিবিয়ান গাড়ি কিনলে তাতে ৫০% পর্যন্ত ছাড় দেওয়ার নিয়ম ছিল
বাকি ৮টি দেখতে এখানে।।
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২
নতুন বলেছেন: এই গুলার বেশির ভাগই মনে হয় সত্য না.।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০
সুমন কর বলেছেন: কি জানি !
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ঢাকাবাসী বলেছেন: আমেরিকার সবচাইতে ঘৃন্য প্রেসিডেন্ট হিসেবে জিডব্লিউবি সবসময় ইতিহাসে থাকবে। ওবামাও কাল ওই কথাই বলেছেন।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
ইয়েলো বলেছেন: এগুলা কি এখন দেয় না?গাদ্দাফি দিত এটা কি সত্যি?
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
যোগী বলেছেন:
এগুলা যে সব ঠিক বলছে সেটা কি ভাবে বিশ্বাষ করবো?
৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: লিবিয়ানরা জাতিতে বলদ । ওদের সুখে থাকতে ভূতে কিলিয়েছিলো ।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হায় লিবিয়া!
৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
মু. সাদ উদ্দিন বলেছেন: সুযোগ- সুবিধার সবগুলুই সত্যি । এই কাহিনীগুলোর মতো আরও অনেক কাহিনী আমার দুই স্যারের মুখ থেকে শুনেছি , যারা কর্নেল গাদ্দাফি স্কলারশিপ নিয়ে লিবিয়ায় পড়ালেখা করেছেন । গাদ্দাফির পতনে লিবিয়াবাসী আম-ছালা দুটোই হারালো ।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০
আদরসারািদন বলেছেন: কথায় কথার আম্রিকা সবার ভাল চায়, দু:খ প্রকাশ করে, শোক বার্তা পাঠায়, কিন্তু ভেতরের কথা হল তারা আসলে তারা ছাড়া আর কারো ভালো হোক এটা চায় না। গতকাল ওবামার কথায় আমি ভিন্ন কিছুর গন্ধ পাচ্ছি। তারা একটা শয়তান জাতি
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
আমি যাযাবর বলিছ বলেছেন: কথায় আছে বাড়ি তোমার কলসকাঠি ভোদাই তোমার নাম,সূখে খাইলে ভুতে কিলায় বইল্লা গেছে সাম।
লিবিয়া বাসী সারা জীবন আফসোস করলে ও তাদের ঐ ক্ষতি পূরণ হবে না।