![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবু হুরাইরা (রা.) কতৃক বর্ণিত, আল্লাহর নবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খিয়ানত করা হবে (অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না), জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ব্যতীত বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিবে আর পিতাকে দূরে সরিয়ে দিবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল (কথাবার্ত) হবে, জাতির সবচেয়ে দূর্বল ব্যক্তিটি সমাজের শাসক রুপে আবির্ভূত হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে, একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে, বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হয়ে যাবে, মদ পান করা হবে (বিভিন্ন নামে মদ ছড়িয়ে পড়বে), শেষ বংশের লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দিবে, এমন সময় আসবে যখন তীব্র বাতাস প্রবাহিত হবে তখন একটি ভূমিকম্প সেই ভূমিকে তলিয়ে দিবে (ধ্বংস স্তুপে পরিণত হবে বা পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাবে)। [তিরমিযি কতৃক বর্ণিত, হাদিস নং – ১৪৪৭] এই হাদিসের মাঝে বিস্তারিতভাবে বলা হয়েছে যে আল্লাহ মহানের পক্ষ থেকে জমিনে কখন ভুমিকম্পের আজাব প্রদান করা হয় এবং কেন প্রদান করা হয়।
আল্লামা ইবনুল কাইয়ুম (রহ.) বলেন, মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে উঠার অনুমতি দেন, যার ফলে তখন বড় ধরণের ভূমিকম্প অনুষ্ঠিত হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে। তারা মহান আল্লাহর নিকট তাওবা করে, পাপ কর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে মুনাজাত করে। আগেকার যুগে যখন ভূমিকম্প হত, তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলত, ‘মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন।’
বিজ্ঞান কী বলে?
ভূতত্ত্ব বিজ্ঞানের আলোকে ভূপৃষ্ঠের নীচে একটি নির্দিষ্ট গভীরতায়
বাকিটুকু পড়তে।।।।
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭
Hasnayeen Rakiib বলেছেন: ডিয়ার স্বপ্ন একটা সিম্পল উদাহরন দেই।
আপনার বাচ্চারা যখন দুষ্টামি করে তখন তারা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দুষ্টামি করে।কিন্তু আপনি কি তাদের দুষ্টামি করার জন্য সেকেন্ডে সেকেন্ডে শাস্তি দেন নাকি যখন দুষ্টামমি মাত্রাতিরিক্ত হয় তখন দেন? ঠিক তেমনিই আল্লাহ জখন দেখেন মানুষ বেশি পাপাচারে লিপ্ত হয় তখনই ভূমিকম্প দিয়ে সতর্ক করেন
nd try to give respect other religious people..your comment shows which family you belongs to.
so don't show your class. ✌
৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৭
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার বাচ্চারা যখন দুষ্টামি করে তখন তারা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দুষ্টামি করে।কিন্তু আপনি কি তাদের দুষ্টামি করার জন্য সেকেন্ডে সেকেন্ডে শাস্তি দেন নাকি যখন দুষ্টামমি মাত্রাতিরিক্ত হয় তখন দেন?
পয়লা কইলা চান্দু: ভুমিকম্প কেন হয় ( কোরাআন এবং বিজ্ঞানের আলোকে বিশ্লেষন)
পোস্টে দিলা হুরায়রার হাদিস। কোরানের নামগন্ধ নাই। কমেন্টে লিখলা বাচ্চাপোলার উদাহরন। বিজ্ঞানের ব ও নাই!
কই থিকা পাশ দিছাও মামু?
৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮
নয়ন্ বলেছেন: তোমার মতন উদাসী স্বপ্নদোষ কি বুঝব যে আবু হুরায়রা কি, আর তিরমিযি কি? আর তার সাথে কুরানের সম্পর্ক কি?
তুমি কিছু পাশ করতে পারনাই বইলা, আজকে তোমারে বাচ্চা পোলাপাইনের উদাহারন দিয়া বুঝানো লাগে।
ব্লগে সার্টিফিকেট দেইখা মেম্বার বানানো উচিত, নইলে তোমার মতন আবালদের নিয়া বহুত কষ্ট পোহাইতে হয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: এই হাদিস অনুসারে তো নরডিক দেশ গুলা বা জার্মানীর মতো দেশে সেকেন্ডে ত্রিশবার ভূমিকম্প হইতো তা না হইয়া সৌদী সহ বাইচ্ছা বাইচ্ছা মাসলম্যান থুক্কু মুসলমান দেশে এতো কেন হয়?