নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের রাজনীতি

....................

মনির ফকির

দেশটাকে অনেক ভালবাসি

মনির ফকির › বিস্তারিত পোস্টঃ

কিভাবে স্টক মার্কেট ফরেক্স মার্কেটের উপর প্রভাব ফেলে

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কিভাবে স্টক মার্কেট ফরেক্স মার্কেটের উপর প্রভাব ফেলে

আমরা যারা ফরেক্স করি তাদের মুলতো চিন্তাই থাকে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে, আর কি কি নিউজ আছে।আমরা কেউ কেউ হয়তো আরেকটু চিন্তা করে নিউজগুলির রিপোর্ট কেমন আসতে পারে সেটা নিয়ে হিসাব ও করি এবং সম্ভাব্য কি কি ইমপ্যাক্ট করতে পারে ফরেক্স মার্কেটে সেটা নিয়ে বিস্তর গবেষণা করি। আবার কেউ কেউ ইকোনোমিক রিপোর্ট, GDP এবং ট্রেড রিলেশন গুলি দেখেও ট্রেড করে অনেকেই। কিন্তু আমরা যদি একটা দেশের স্টক মার্কেট নিয়ে একটু চিন্তা করি তাহলে আপনি খুব সহজেই কারেন্সি মুভমেন্ট গুলি ধরতে পারবেন। কারণ স্টক মার্কেটের ফার্ম হাউসগুলি প্রতিনিয়ত শত শত রিপোর্ট তৈরি করে যেটাকে ব্যাবহার করে আমরা কারেন্সি মার্কেট সম্পর্কে স্পষ্ট ধারনা পেতে পারি।

ফান্ডামেন্টাল ইস্যু

প্রকিত পক্ষে এই কারেন্সির উঠানাম হয় মূলত চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে। যদি ইনভেস্টদের কোন কারেন্সির চাহিদা বেশী থাকে স্বাভাবিক ভাবেই এটা শক্তিশালী হয়ে যায় এর সাথে রিলেটেড অন্য কারেন্সি গুলির বিপরীতে।কিন্তু যদি যোগান বেশী থাকে তাহলে এর বিপরীতাটি ঘটবে। এটা হলো বেসিক ফ্যাক্ট। যাইহোক, কিন্তু প্রতিদিন যে কারেন্সিগুলি অবিরাম উঠানামা করে তার পিছনে আসলে অনেকগুলি কারণ থাকে। তার মধ্যে একটা স্টক মার্কেট। আজকে তৌহীদ ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিতেই মুলতো এই আর্টিকেলটি লেখা। আজকে আলোচনার বিষয় বস্তু কিভাবে স্টক মার্কেট ফরেক্স মার্কেটের উপর প্রভাব ফেলে।


ফরেক্স মার্কেট মূলত একটা গ্লোবাল মার্কেট। এটা অন্যসব সিকিউরিটি মার্কেটের( dse, new York stock exchange ইত্যাদি ইত্যাদি) চেয়ে অনেক বড় একটা মার্কেট। তাই আমরা যখন চিন্তা করবো এই স্টক মার্কেট নিয়ে এবং কি কি প্রভাব ফরেক্স মার্কেটে পরবে আসলে তখন আপনাকে সারা বিশ্ব নিয়েই ভাবতে হবে। বিশ্বের বড় বড় কম্পানিগুলি নিয়ে ভাবতে হবে। কারণ বড় বড় কম্পানিগুলি আন্তর্জাতিকভাবেই বিভিন্ন দেশের কারেন্সিগুলি লেনদেন করে।এবং তাদের পরিমান আপনার আমার মত কোটি কোটি লোকের চেয়ে অনেক বেশী। বোঝার জন্য একটা উদাহরন দেই- ধরেন বর্তমান পৃথিবীতে পোশাক শিল্পে সবচেয়ে বড় রিটেইলার কে? ওয়াল মার্ট। ধরে নিলাম ওয়াল মার্ট।
ওয়াল মার্ট একাই যে পরিমান বৈদেশিক মুদ্রার লেন লেন করে আপনি ভাবতেও পারবেন না। সারা পৃথিবীতেই তাদের ১০০০+ আউট-লেট আছে। বাংলাদেশেরটা যদিও এখন অনেক কারনে তারা বন্ধ করে রেখেছে।

আরেকটি বড় কোম্পানি হলো কোকো-কোলা । সারা বিশ্বেই তাদের ব্যাবসা আছে। চিন্তা করে দেখেন সারা বিশ্বের কারেন্সি তারা লেনদেন করে। আপনি একটা কোকো-কোলা কিনলে নিঃসন্দেহে ডলার দিয়ে পেমেন্ট করেন না
বাকিটুকু পড়তে.।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.