নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের রাজনীতি

....................

মনির ফকির

দেশটাকে অনেক ভালবাসি

মনির ফকির › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত নিয়তি ও আমরা

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

সিগারেট টানছিলাম, পাশে কেউ গেঞ্জি ধরে টানলো। ঘুড়ে দেখলাম এক ৭-৮ বছরের একটা মেয়ে।
-ভাই ৫ টাকা দেন না।
-৫ টাকায় কি হবে ?
-ভাত খাবো।
-৫ টাকায় ভাত হয় ??
-অল্প করে খাবো।
-(speechless !!) কত টাকা হলে বেশি করে খাওয়া হবে ?
-৫০ টাকা। ভাত ১০ আর তরকারি ৪০। দিবেন ?
-হুম দিতে পারবো।
-এত টাকা দিবেন !! (চোখে মুখে বিস্ময়) তয় ভাত কিইনা দেওন
লাগবোনা,একটা উপকার করেন।
-কি উপকার ?
বাকিটুকু পড়তে

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

বিজন রয় বলেছেন: আসলেই অদ্ভূত।

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: একই স্রষ্টার সৃষ্টি আমরা দুইজনই।
দুইজনই দুইজনের বাবা-মা এর সন্তান।
স্রষ্টা চাইলে আমার আর স্থান টাও উল্টো হতে পারতো। আমরা ভুলে যাই সব। অনেক অহংকার আমাদের। গরীবদের মানুষ ভাবিনা। কখনও তাদের গায়ে হাত তুলি। কাছে আসলে রুমাল নাকে দিই।আমাদের ভাব ভঙ্গি এমন যে আজ আমাদের যা ভালো পজিশন এর ক্রেডিট আমাদের।
অথচ স্রষ্টা চাইলে আজ সে চা খাইতো আর আমি গেঞ্জি টেনে ৫ টাকা চাইতাম অল্প করে ভাত খাওয়ার জন্য। ভালো রেখেছেন স্রষ্টা সত্যিই অনেক।
নিম্নবিত্ত এই মানুষ গুলোর জীবন বৈচিত্রের সাথে তুলনা না দেওয়া পর্যন্ত সত্যিই বুঝিনা
আমি কতটা সুখে আছি, কতটা ভাল আছি…………
তাই কখোনো এই সব ছোট পথ শিশুদের গায়ে হাত তুলবেন না, নাকে রুমাল দিয়ে তাদের কে তাড়িয়ে দিবেন না, তাদেরই সমবয়সী আমাদের ও আছে ভাই বোন, আজকে এই পথ শিশুর জায়গায় আপনার ছোট ভাই বা বোন থাকলে আপনি কি করতেন ?

ব্যক্তি ক্রন্দ্রীকতা এত ব্যাপক হয়ে গেছেসামষ্টিক চিন্তা হারিয়ে যাচ্ছে প্রায়। আপনার কাজে এবং ভাবনায় +++++++++++++

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার অনুভূতি, ভাল লাগল। সবারই এভাবে ভাবা উচিত কিন্তু আমরা এড়িয়ে যাই।
আপনি পরো লেখাটাই সামুতে দিতে পারতেন।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: লেখাটা শেষ না হওয়ায় ভীষন আফসোস হচ্ছে। মানুষ মানুষের জন্য ভাবতে পারা উচিৎ প্রত্যেকের।।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: লেখাটা শেষ না হওয়ায় ভীষন আফসোস হচ্ছে। মানুষ মানুষের জন্য ভাবতে পারা উচিৎ প্রত্যেকের।।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

মনির ফকির বলেছেন: পুরোলেখাটি পড়তে এইখানে ক্লিক করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.