নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের রাজনীতি

....................

মনির ফকির

দেশটাকে অনেক ভালবাসি

মনির ফকির › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক পেজ থেকে ইনকাম কিভাবে করতে হয়?

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

ফেসবুক পেজ থেকে ইনকাম কিভাবে করতে হয়?
ফেসবুক পেজ করলে এবং লাইক বাড়ালেই পেজ থেকে ইনকাম করা যায়না। লাইক না বাড়িয়ে যদি লিড বাড়ান, তাহলেই পেজ থেকে ইনকাম সম্ভব।
এর আগে ফেসবুকের মাধ্যমেই ইনকাম নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যেখানে কি কিভাবে ্করা যায়। কি কি দক্ষতা দরকার হবে। কত ইনকাম সম্ভব। এরপর অনেকেই আরও পরিস্কার ধারণা চেয়ে আমার কাছে নক করেছে। তার প্রেক্ষিতেই আজকের টিউন।

আসুন, ফেসবুকের মাধ্যমে ইনকামগুলো দেখি:
ইনকাম-১: ধরি, আপনার পেজ থেকে নারীদের জন্য ড্রেস বিক্রি করবেন।

♦ কি করবেন?:

একটা পেজ তৈরি করবেন। তারপর সেই পেজে নিয়মিত সুন্দর সুন্দর ড্রেসের ছবি আপলোড করবেন। আপনি যেই ড্রেস বিক্রি করবেন, আমি শুধু সেই ড্রেসের কথা বলছিনা। যেকোন সুন্দর সুন্দর ড্রেসের ছবি আপলোড করেন। আর সাজ-গুজ সম্পর্কিত টিউন পেজে করতে থাকেন।
এবার এ পেজে যে টিউন রয়েছে সেটা সবাইকে জানানোর জন্য এ টিউনগুলোর লিংক অন্যগ্রুপে শেয়ার করতে পারেন। (আরও অনেক পদ্ধতি রয়েছে, সেটি ফেসবুক মার্কেটিং সম্পর্কিত কোর্সে বলব)
তাহলে এত সুন্দর সুন্দর টিউন আপনার পেজটিতে আসে জেনে যারা আপনার পেজে নিজের ইচ্ছাতে লাইক দিবে, তারাই এখানে লিড। যারা লাইক দিল, বুঝা যাবে, এরা সুন্দর ড্রেস দেখতে পছন্দ করে। এবার কিছুদিন পর থেকে পেজে যদি আপনি নিজের ড্রেস বিক্রি করতে চান, সেটি টিউন দিলে এ পেজের মানুষজন ড্রেস কিনার ব্যাপারে আগ্রহী হবে।
♦যা করবেননা:
ক) কাউকে লাইক দিতে রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই।
খ) পেজে সারাক্ষণ প্রোডাক্ট বিক্রির জন্য টিউন দিবেননা।

ইনকাম-২: ধরি, অ্যাফিলিয়েশন কিংবা সিপিএর বাকিটুকু পড়তে...।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



ফেসবুক থেকে আয় করার চেয়ে, বাস ডাকাতি সহজ হবে, মনে হয়!

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

রোষানল বলেছেন: সব জায়গায় খালি ধান্দা বাজী

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭

সুশীল দত্ত বলেছেন: লোভে ফালাইয়া দিলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.