![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছু বলব না এই
জাতির ক্রান্তিলগ্নে
আমি তো এক প্রগতিশীল
চেতনাবাজিতে মগ্নে।
চাইনি আমি অভাগা মেয়ে
তনুর বিচার পাবার
আটশ কোটি লুটের পরও
চুপ থেকেছি আবার।
চাইনি বিচার রানা ট্রাজেডির
আজও আছি চুপ থেকে
পিলখানার ঐ হত্যা দেখেও
মুখ রেখেছি ঢেকে।
আমার ভাইয়ের রক্ত দেখেও
কাঁদিনি আমি আজও
রক্তে রক্তে লাল হয়ে যাক
হাজার শত জনপদও..।
এখনো আমার মুখ থেকেও
নিশ্চুপ হয়ে আছি
ইস্যু বানিয়ে যদিও দাও
মুজলুমানদের ফাঁসি।
আমি যে দেখেও বলিনি
পদ্মা লুটের কান্ড
সব বুঝেও বলতে না চাই
কারা আসল ভন্ড।
বলব না আমি লুটের কথা
সব দেখেও চক্ষে,
আমি তো এক প্রগতিশীল
স্বাধীনতার পক্ষে।
শেয়ার-হলমার্ক খাওয়ার পরও
বলিনি আমি কিছু
লোহার বদলে বাঁশ দেখেও
বলে যাই সব মিছু।
আমি কি বলেছি ৫-ই মের
গনহত্যার কথা
যদিও এখনো খুন-গুম চলে
বারে বারে অযথা।
গনতন্ত্র আজ নিভৃতে কাঁদুক
বন্দুক নলের আগায়
নব্বই শতাংশ মুসলিম হয়েও
নাস্তিক নাচে ডগায়।
তারপরও আমি বলব না কিছু
দেখে যাব সব চুপে
হাজার শত লাশ দেখলেও
বন জংগলের ঝোপে।
বন্দী নয় আমি, বন্দী তবু
বিশাল কারাগারে
চিৎকার করে কাঁদতে আছি
দেয়ালের অগোচরে।
মুখ থাকেও বোবা হয়ে
চোখ থাকেও কানা
কওয়া যাবে না কোন কথা আজ
উপরওয়ালার মানা।
কেঁদে যাই, বলব না কিছু আর
প্রিয় দেশের কথা
স্বাধীন হয়েও এখন দেশে
কিসের স্বাধীনতা ...???
ভালো লাগলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ আড্ডাঘর
ধন্যবাদ সবাইকে
২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
বকবক
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
সজিব্90 বলেছেন: ভাল হইছে।