নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

মনিরুজ্জামান কবির

দেশের মেহনতি ও সংগ্রামী কৃষকের অধিকার আদায়ে কাজ করে যাব।

মনিরুজ্জামান কবির › বিস্তারিত পোস্টঃ

গাজীপুর সিটি নির্বাচন রঙ্গ -১

২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:২২



৫৭ টি ওয়ার্ডের একটিতে আমি বাস করি। গতকাল একটি ওয়ার্ডে গিয়ে একটু খোজখবর নিলাম। ওই ওয়ার্ডে ভোটার ১৮ হাজার। প্রার্থী ৮-১০ জন।

এরই মধ্যে গতকাল পর্যন্ত একজন ক্রয় করেছেন ১০ হাজার ভোট। আরেকজন প্রার্থী ক্রয় করেছেন ৯ হাজার।আরেকজন তরুণ প্রার্থী কিনেছেন ৪ হাজার।আরেকজন কিনেছেন ১ হাজার।

ভোট কেনাবেচার নিয়মটা হল আপনার একটি ভোটার আইডি কার্ড থাকতে হবে।প্রার্থীর এজেন্টরা এই কার্ডটিকে ফটোকপি করে নিয়া যাবে।তার বিনিময়ে প্রথম বিক্রির জন্য পাবেন ১০০০ টাকা। দ্বিতীয় বিক্রির জন্য ১৫০০ টাকা।

ভোট কিনেও শান্তিতে নেই প্রার্থীরা।কারন যারা অঙ্কে ভাল তারা ভুজে গেছেন। ভোটার ১৮ হাজার ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে ২৩ হাজর!

সামনে তো আরও ১০ দিন বাকী!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:২৫

প‌্যাপিলন বলেছেন: ভোটের শেষে যদি আইডি কার্ড ধইরা ধইরা ইনভেস্টমেন্ট (লাভসহ) ফেরত চায় তখন পাব্লিকের কি হপে :(

২| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৮

সরদার হারুন বলেছেন: গণতন্ত্র অজ্ঞজনের প্রধান্য ।যারা বিক্রি করে তারা ভোটের মূল্য বুঝেনা । সে জন্য দেখা যায়
অশালিন লোকও নির্বাচিত হয় এবং অসভ্য ভাষায় গালি দেয় । পৃথিবীর মানুষ সমস্ত জাতিকে অসভ্য ভাবে । একটি অসভ্য লোকের জন্য পৃথিবীর কাছে সমস্ত জাতি বর্বর হয় ।

৩| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৮

ভিটামিন সি বলেছেন: মাইরালা আমারে তোরা মাইরালা। এইডা কি হুনলাম। একভোট ২/৩ বারও বিক্রি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.