![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
OOOOO
মা গান গাইছে-"যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম.....সে নাম রয়ে যাবে।"
মেয়ে: বাবা, এই গানের মানে কী?
বাবা: এই গানের যে গায়ক, সে কাগজে নাম না লিখে হৃদয়ে নাম লিখতে বলছিলো।
মেয়ে: কাগজে নাম না লিখে হৃদয়ে নাম লিখতে বলেছিলো কেন?
বাবা: তখন দেশে নিউজপ্রিন্টের দাম অনেক বেড়ে গিয়েছিলো।
OOOOO
মেয়ে: বাবা, তোমার চুল সাদা কেন?
বাবা: ছেলেমেয়েরা দুষ্টু হলে বাবা-মায়ের চুল সাদা হয়ে যায়৷
মেয়ে: ও বুঝেছি, তাই তো দাদীর মাথার সব চুল সাদা
OOOOO
ছেলেঃ মা, একটা লোক খুব চেঁচাচ্ছে। কয়টা টাকা দাও না লোকটাকে দিয়ে আসি।
মাঃ লোকটা চেঁচিয়ে কী বলছে?
ছেলেঃ লোকটা চেঁচিয়ে বলছে, “আইসক্রীম, আইসক্রীম।”
OOOOO
ছেলেঃ বাবা, তুমি বাগানে আজ পানি দিচ্ছো না কেন?
বাবাঃ দেখছো না বৃষ্টি হচ্ছে।
ছেলেঃ ছাতা মাথায় দিয়ে পানি দিচ্ছো না কেন?
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৩
মনিরুল হাসান বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও খুশি লেগেছে। শীঘ্রই নতুন কিছু নিয়ে হাজির হবো আশা করি।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২২
সাদা আকাশ বলেছেন: আগেই পড়েছিলাম। তবুও ভালো লেগেছে। নতুন কিছু নিয়ে দ্রুতই আপনাকে দেখবো আশা করি
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৪
মনিরুল হাসান বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও খুশি লেগেছে। শীঘ্রই নতুন কিছু নিয়ে হাজির হবো আশা করি।
৩| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯
লিরিকস বলেছেন: ১ম পোস্টে +
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৫
মনিরুল হাসান বলেছেন: সেইজন্য অসংখ্য ধন্যবাদ। গাইতে ইচ্ছে করছে -
"এই পোস্ট পোস্ট না, আরো পোস্ট আছে ..."
৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১
লিরিকস বলেছেন: তাই তো দাদীর মাথার সব চুল সাদা৷
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫
মনিরুল হাসান বলেছেন: বাবার অতীত বিশ্লেষণ।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২০
লিরিকস বলেছেন: আমি যখন থাকব তখন তো আর আপনি লগইন হবেন না
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২২
সাদা আকাশ বলেছেন: আগেই পড়েছিলাম। তবুও ভালো লেগেছে। নতুন কিছু নিয়ে দ্রুতই আপনাকে দেখবো আশা করি