![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারের হোম পেইজে পোস্ট দেখানো নিয়ে একেকজনের বেলায় একেকরকম আকার দেখাচ্ছে কেন? সাধারণত সামহোয়ারের কেউ পোস্ট করলে সেই পোস্টের অনেকখানি মেইন পেইজে দেখা যেত, সেইটুকু পড়ে কেউ বাকিটুকুও পড়তে চাইলে 'বাকিটুকু পড়ুন' ক্লিক করে বাকি অংশটুকু পড়ে নিতো। কিন্তু ইদানিং সামহোয়ারের হোমপেইজে একেকজনের পোস্টের বেলায় হোমপেইজে একেক আকার দেখাচ্ছে। কারো পোস্টের ৬ লাইন আবার কারো পোস্টের মাত্র ২ লাইন হোম পেইজে দেখাচ্ছে। নিচের ছবির মত -
আমার নিজের ব্লগ পোস্টের শুধু শিরোনামটুকুই ব্লগের মেইন পেইজে দেখাচ্ছে। নিচের ছবির মত -
হোমপেইজে কোনো ব্লগারের পোস্টের ২ লাইন দেখে কেউ কী সেই ব্লগে ঢুকবে?
সামহোয়ারের মডারেটরদেরকে এই নতুন সমস্যার দিকে দৃষ্টি দিতে অনুরোধ করছি। বাকি ব্লগারদেরকেও মতামত দিতে অনুরোধ করছি।
২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৯
লিরিকস বলেছেন: ভাইয়া যে গান গুলিতে আপনি কিছু বলছেন না সেগুলি কি ঠিক আছে তাই বুঝব?
নতুন পোস্ট গুলিও চেক করবেন। আপনি সাথে থাকলে সত্যি সত্যিই সব গান শুদ্ধ করে ফেলব।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪
লিরিকস বলেছেন: সামহোয়ারের মডারেটরদেরকে এই নতুন সমস্যার দিকে দৃষ্টি দিতে অনুরোধ করছি।
পড়ে ফেললাম
৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
খেলাঘর বলেছেন:
সামহোয়া্র সামহাউ চলছে
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১১
মনিরুল হাসান বলেছেন: খেলাঘরকে অনেএএএএএক দিন পরে আমার ব্লগে দেখলাম।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
খেলাঘর বলেছেন:
আরেক ফেব্রুয়ারী এসে গেলো, আপনার পোস্ট কই?
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮
মনিরুল হাসান বলেছেন: এখন একটুখানি ব্যাস্ত। ব্যাস্ততাটা কাটুক, ইনশাল্লাহ নিয়মিত পোস্ট করবো।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
লিরিকস বলেছেন: কত যে কথা ছিল কত যে ছিল গান - লতা মুঙ্গেশকর
সহসা ফুলবনে ভ্রমরের গুঞ্জনে
কত মুখ ফিরে গেল হানিয়া ফুলো বান
এই লাইন গুলি কি ঠিক আছে?
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮
লিরিকস বলেছেন: সংশোধন আমাদের চলতেই থাকবে। আমি একটু ব্রেক নিলাম।
ভালো থাকুন।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩
সুমন কর বলেছেন: ঠিক বলেছেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪১
মনিরুল হাসান বলেছেন: ধন্যবাদ।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
লিখুন, পড়বো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪২
মনিরুল হাসান বলেছেন: একটু ব্যস্ত। খানিক পরেই লিখবো। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
১০| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৪
আরজু পনি বলেছেন:
আপনার সমস্যার সমাধান হয়েছে কি?
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:২৯
মনিরুল হাসান বলেছেন: নাহ!
১১| ১০ ই মে, ২০১৫ সকাল ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
সামু বদলে গেছে, আপনি কোথায়?
১৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৭
মনিরুল হাসান বলেছেন: বদলানো ফরম্যাটে এখনো লিখিনি। আশা করি, নতুন ফরম্যাটে কারো কোনো সমস্যা হবে না।
১২| ১৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
প্রামানিক বলেছেন: আপনার নতুন লেখা কই?
১৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৭
মনিরুল হাসান বলেছেন: এখন সামান্য একটু ব্যস্ত। অল্প কয়েকদিন পর থেকে ইনশাল্লাহ নিয়মিত পোস্ট করা শুরু করবো। তখন কিন্তু নিয়মিত মন্তব্য চাই।
১৩| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫
প্রামানিক বলেছেন: আপনি যদি কষ্ট করে আমার লেখার ভুলত্রুটিগুলো ধরে দিতেন আমি খুব খুশি হতাম।
১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৫
মনিরুল হাসান বলেছেন: লেখায় ভুল ধরতে ভয় লাগে, লেখায় ভুল ধরলে অনেকেই রেগে যান।
তাছাড়া, আপনার লেখায় ধরার মত ভুলও তেমন থাকে না।
১৪| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৫
শাহাদাত হোসেন বলেছেন: সমস্যা থাকলে সমাধান হওয়া উচিত ।
১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০০
মনিরুল হাসান বলেছেন: সমাধান তো হচ্ছে না। আমার ছড়াগুলোর কোনটাতেই ডাবল স্পেস দিয়ে লেখা না। অথচ ব্লগে ক্লিক করার আগে দেখায় 'ডাবল স্পেস' দিয়ে লেখা।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯
জেআইসিত্রস বলেছেন: পাঠকই লেখক লেখকই পাঠক ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৬
লিরিকস বলেছেন: এখানে তো আমি মন্তব্য করেছিলাম, কই গেল?