| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
✍ "মা" ✍ ছড়া
ভীষণ ব্যস্ততার মাঝে কেটেছে আমার প্রতিটি দিন
অফিস আর আইটি ডিপার্টমেন্টের কাজে জীবন সঙীন...
খবর আমার বললাম আমি শুনলে কি বাংলার ভূমি ?
তুমি আমার গর্ব ধারনী মা তোমার খবর জানাও মাগো
আমায় ওয়েট করছি আমি ....।
✍ আমি হবো ছরাবাজ ✍ ছড়া
দিয়েছি বাদ অফিসের কাজ
আজকে হবো ছড়া গ্রন্থের ছড়াবাজ ,
কেউ পারবে না হারাতে ২০১৬ সালের
ছড়া গ্রন্থের বইমেলার পাড়াতে ।
প্রতি স্ট্যাটাসের দিকেতেই আমি সেরা
থাকলে কেউ করতে পারো আমায় জেরা ,
দেখা হবে ছড়া গ্রন্থের বইমেলার বাজির বোর্ডে
ভালোবাসার বইমেলার রঙ্গিন কোডে ।
✍ কাক আর কবি ✍ ছড়া
ঢাকাতে কত কাক কখনো কি গোনা যায় ?
ছড়া গ্রন্থে কত কবি এক্ষনে জানা যায় ।
ছন্দ লেখার মারপ্যাচে আছে মন আরামে
আশা রাখি ছড়া লেখা জমবে এ ফোরামে।
জানি কিছু ছড়া আছে নাই কোন ছন্দ
ছড়া কিছু শুকলেই উৎকট গন্ধ,
কিছু ছড়া আছে তবু আনন্দ মূর্তি,
নিঃসঙ্গ এ ছড়া গ্রন্থ মেলায় এনে দিল ফুর্তি।।
©somewhere in net ltd.