নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদপুর সদর কচুয়া উপজেলার অন্তর্গত পূর্ব তেতৈয়া গ্রামে ১৯৮১ সালের পহেলা জানুয়ারীতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরের আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। শৈশব থেকেই সাহিত্যিক অঙ্গনকে নিয়ে লেখালেখির চেষ্টা করে।

মনিরুজ্জামান জীবন @

মনিরুজ্জামান জীবন @ › বিস্তারিত পোস্টঃ

✍ তুমি ভালবাসার ওয়ালপেপার ✍

২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৯

ভালবাসার ওয়ালপেপারে তুমি নেই বলে
আমার এ মন বিশালতার শূন্য মরুভূমি।
পাশে নেই তুমি তাই, এ হৃদয় হয়েছে বিশাল ক্ষত
পাশে নেই তুমি তাই, এ পৃথিবী যে, লাগেনা আলোময় রঙ্গীন।
পাশে নেই তুমি তাই, অগণিত প্রহর গুলি দুঃখে করেছি পার
পাশে নেই তুমি তাই, তোমার রেখে যাওয়া স্মৃতির সাথে দিনকাটাই।
পাশে নেই তুমি তাই, আমি এক জীবন্ত লাশ।
পাশে নেই তুমি তাই, দিগদিগন্ত আমার ভীষণ অন্ধকার
পাশে নেই তুমি তাই, অশ্রু স্নিগ্ধতায় করছি আমি হাহাকার।
পাশে নেই তুমি তাই, আমার বিরহ কস্তেরনাই সীমাহীন শেষ
পাশে নেই তুমি তাই, কবিতা লেখার চলে করছি আমি ভালবাসার পেশ।
পাশে নেই তুমি তাই, এই আমার যেন ভীষণ ভাবে লাগছে একা
প্রভাত এ বসে ভাবছি কখন এসে, তুমি আবার দেবে দেখা।
আমি তোমার দেখা পাব বলে প্রিয়া, প্রতিটি প্রহর বসে গুনছি শুধু দিন
তুমি মোর কাছে এসে পরিশোধ কর ভালবাসার ঋণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.