নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ আমার লেখার ও সাহসের ভিত্তি। সাদাকে সাদা, কালোকে কালো বলাই সত্যিকারের দেশপ্রেম মনে করি। সত্যম ব্রুয়ৎ!

মনোয়ার রুবেল

ফ্রিল্যান্স লেখক ও প্রাবন্ধিক

মনোয়ার রুবেল › বিস্তারিত পোস্টঃ

আই লাভ ইউ বাংলাদেশ

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫



১.
আমি চাপ নিতে পারিনা বলেই ৪০ ওভার শেষে অফিস থেকে বেরিয়ে গেলাম। আমার সাথে আছে করিম ভাই। করিম ভাই পাক-পন্থি লোক।  পাকিস্তানের খেলাই দেখেন। বেইলী রোডে সুইসের এর সামনে এসেছি, হই হই চিল্লাচিল্লি শুরু হল।  এর মানে ৭ম উইকেট গ্যাছে। করিম ভাই, বললেন চিল্লায় ক্যান? খেলাধুলায় চিল্লাচিল্লির কী কাম?
শান্তিনগর কাচা বাজার এসেছি, আবার চিল্লাচিল্লি। সামনে একটা টিভি দেখা গেল। আমি তাকালাম না। আমার বিশ্বাস আমি তাকালে বাংলাদেশ খারাপ খেলবে। আমি তাকাব না। আমি হাটব। আমি হাটলেই বাংলাদেশ আজ ভাল খেলবে। মাশরাফিরা জানে একটা লোক বেইলী রোড থেকে হেটে মতিঝিল যাচ্ছে। এই লোক হাটলেই আমরা জিতে যাব। তারা জানে, তাদের চিন্তা নাই।  এই লোক হাটা থামাবে না।

এই একটা জায়গায় আমি প্রচন্ড কুসংস্কারে বিশ্বাসী।

২.
আমি আরামবাগ মোড়ে আসার পর বাংলাদেশ জিতেছে। আমি হাটছি দেখে একজন ভ্যানওয়ালা চিতকার দিয়ে বলে দিল, মামা বাংলাদেশ জিতছে!

৩.
আমার বাসার পাশে একটি মাঠ আছে। চার পাশে গ্যারেজ। গ্যারেজের সামনে ক্যারাম খেলে রিকশাওয়ালারা। মাঝে মাঝে দাড়িয়ে দেখি। একজন তরুন রিকশাওয়ালা বলল, ১২ বলে যখন ১৬ রান দরকার।  আমি তখন কাইন্দালাইছি।
আরেকজন বলল, জিতার পর আমার চোখ থেইকা পানি পড়তাছিল। অটো বাইরাতাছিলো। আমি কানতাছি।

সে যখন কথাগুলো বলছিল তখন তার গলা ধরে আসছিল। মনে হচ্ছিল, সে এখন আরেকবার কাদবে।

৪.
খুব গভীরভাবে অনুভব করলাম, দেশক।েই বোধহয় আমরা সব চেয়ে বেশী ভালোবাসি। নিজের বউ বা প্রেমিকার চেয়েও বেশি।
না হয়, বাংলাদেশের জয়ে এই রিকশাওয়ালা কাঁদছে কেন!!!

৫.
আই লাভ বাংলাদেশ!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: উই লাভ বাংলাদেশ।


জিতার পর ২ রাকাত নফল নামাজ পরছি।

২| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৪

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন বাংলাদেশ। সেই সাথে পাকি জারজ করিম কুত্তার বাচ্চাটার মুখে থুথু।

৩| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সত্যি আমরা দেশকে খুবই ভালবাসি

৪| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯

নতুন বলেছেন: আই লাভ বাংলাদেশ!

কাল কাজের সময়ে মোবাইলে এপপসএ খেলার আপডেট দেখছিলাম...

উইকেট পড়ছিলো না...

এক কলিগ জিঙ্গাসা করলো কেমন আছো... সব ঠিক আছে...বল্লাম ভাল আছি... ম্যাচ চলছে... তিনি বললো হুমম দুর দেখেই দেখে তোমাকে চিন্তিত মনে হইতেছে....

বিকেলে ঐ কলিগ... দেখে জিস্গাসা করলো খেলার কি খবর.... জানালাম আমরা জিতেছি... উনি বল্লো হাসি দেখেই বুঝেছি... :)

খেলার শেষের ৫-৭ ওভার অফিসেই সবাই মিলে কম্পিউটারে বসে দেখেছি...
আমার কলিগরা বিভিন্ন দেশের....সবাই প্রশংসা করেছে,,,অভিনন্দন জানিয়েছে...

এমন জয়ে বিশ্বের সবার সামনে দেশের নাম আরো উজ্জল হয়...সবাই ভাল করে চিনতে পারে আমাদের সোনার বাংলাকে...

৫| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৯

বিদগ্ধ বলেছেন: ~~নিজের বউ বা প্রেমিকার চেয়েও বেশি।
না হয়, বাংলাদেশের জয়ে এই রিকশাওয়ালা কাঁদছে কেন!!!~~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.