নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্গমেধার উঠানে অন্ধরাতের গান...

মনোজ মুকুট

মনোজ মুকুট › বিস্তারিত পোস্টঃ

এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮



হেফাজত ও জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা মৎসভবন, সোহরাওয়ার্দী উদ্যান, দোয়েল চত্বরসহ বিভিন্ন দিক থেকে থেকে শাহবাগ গণজাগরণ মঞ্চের শান্তিপূর্ন সমাবেশে হামলা চালানোর চেষ্টা করছে। বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম দফায় হামলাকারিদের রুখে দিয়েছে শাহবাগের জনতা। কয়েকজনকে ধরে পুলিশেও সোপর্দ করা হয়েছে। হামলার আরো সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তাই যে যেখানে আছেন লাঠিসোঁটা নিয়ে শাহবাগে জমায়েত হোন। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভীরুর মতো ঘরের কোনে বসে থাকবেন না। সকলের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে জানিয়ে দিন, মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায়ের পক্ষে আমাদের সংগ্রাম চলছে। এবার প্রতিরোধের পালা এবং সেটা অবশ্যই সশস্ত্র প্রতিরোধ। যার যা কিছু আছে তাই নিয়ে এই প্রতিরোধ শামিল হোন। শাহবাগ গণজাগরণ মঞ্চকে পাহারা দিয়ে এর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যান। ৭১ জিতেছি এবারো জিতব। জয় আমাদের হবেই। জয় বাংলা।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

বুড়া শাহরীয়ার বলেছেন: ভাই জান কি শেখ মুজিব হলেন্নি?

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

এম আর সুমন বলেছেন: মিথ্যা কথা কেন বলেন, হেফাজতকে রুখে দিয়েছে পুলিশ। শাহবাগে তো প্রথম ২০ জনও উপস্থিত ছিল না। প্রথমে তারা ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করে। পরে ছাত্রলীগের ক্যাডাররা লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হয়। কিন্তু হুদাই। কেউ সেখানে ছিল না। পরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে দু একজন সাধারন মানুষকে হেফাজত বানিয়ে পুলিশে তুলে দেয়। এটাই প্রকৃত নিউজ। এখানে একাত্তর টিভির বস্তাপচা ডায়লগ দিয়েন না।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: এবার সশস্ত্র প্রতিরোধের পালা।

আর নয় প্রতিরোধ,
এবার হবে প্রতিশোধ !
ফাইনাল খেলা এখনো বাকি
ঘরে থাকার দিন শেষ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুদের কথায় কান দেবেন না কেউ।

জয় বাংলা । বিজয় আসবেই।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ....তুমি শিবিরের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা কর

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহালে....

সরকারী হুকুম আহকাম নিয়া বাস ট্রেন লঞ্চ বন্ধ কইরাও দেখে লাখে লাখে মানুষ!!!!

প্রতিরোধ করব কি তব্দা খাইয়া গেছে গা....

সন্ধ্যার পরে খেল হইল- আরে আরে কিছু হিরোইজম নাইক্যা!!! ঝোলা পুরাই খালি!!.

তাই ফেরার পথে ভউ ভউ কইরা দৌড়া দৌড়ি কইরা ইমেজটা ঠিক রাখলার চেষ্টা করল আর কি ;)
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আরে রাম পাঠারা - যে লোক আসছিল- মুইতা দিলেও গোনা-জাগরনরী রা ভাইসা যাইতি!!!

মাইর দেওনেরতো জায়গাই নাই!!! আবার হিরোইজম মারায়!!!! X(( X(( X((

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ধূসর পানিপোকা বলেছেন: জয় বাংলা

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

প্রািন্ত বলেছেন: অনেক হয়েছে এবার থামুন। ষ্টপ। শাহবাগে আপনারা জড়ো হয়েছে দেশটাকে অস্থিতিশীল করছেন। আর বেশী সময় লাগবে না জনগণ আপনাদেরকেই লাঠিপেটা করবে। শুধু শুধু ডায়লগ বাজি করে কতিপয় মিডিয়া আপনার শাহবাগকে ফুলে ফেপে তুলেছে। এখন সময় এসেছে আপনাদের দালালী বন্ধ করবার্

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

করোনী বলেছেন: খাচাঁয় আবদ্ধ !!! তাই ফালাইতেছে শাহাবাগিরা :lock:

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

কাকতড়ুয়া007 বলেছেন: প্রািন্ত বলেছেন: অনেক হয়েছে এবার থামুন। ষ্টপ। শাহবাগে আপনারা জড়ো হয়েছে দেশটাকে অস্থিতিশীল করছেন। আর বেশী সময় লাগবে না জনগণ আপনাদেরকেই লাঠিপেটা করবে। শুধুশুধুডায়লগ বাজি করে কতিপয় মিডিয়া আপনার শাহবাগকে ফুলে ফেপে তুলেছে। এখন সময় এসেছে আপনাদের দালালী বন্ধ করবার্

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সুমন মিয়া আছিলেন নাকি ওখানে?
৫০ লক্ষ নিয়া আসেন শাহবাগে ২/১০ জনই যথেষ্ট।
যারা মনে করেছিল শাহবাগে কাকও থাকবে না- তারা গিয়ে দেখেন কি হচ্ছে?
শাহবাগীরা যদি নাস্তিক হয় তাহলে হেফাজতরা কাফের।

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মনোজ মুকুট বলেছেন: `শাহবাগীরা যদি নাস্তিক হয় তাহলে হেফাজতরা কাফের।' ধন্যবাদ ঠোঁটকাটা০০০৭

১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২

প্রািন্ত বলেছেন: “এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহব “ এই সশস্র প্রতিরোধের ডাকদিয়ে নিজের জাত চিনিয়ে দিলেন। ধন্যবাদ

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

মনোজ মুকুট বলেছেন: ক্যান ভাই লিস্টি করবেন নাকি? রেডলিস্ট না ব্লেকলিস্ট?...সোনার মাথা আমার...

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ইসলামী আন্দোলনের নেতরা নাকি রাস্তায় কুত্তার মতো মুতবো? এই সব ফাউল কথা কন কেন। সারাদিন বিএনপির স্যালাইন খাইছেন- মুতটাও তাদের জন্য জমা রাখেন।

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মনোজ মুকুট বলেছেন: হা..হা...হা.....ঠোঁটকাটা০০০৭ রিয়েল ঠোঁটকাটা। গ্যালমানগো আর কী কমু...হুজুরের ল্যাউড়া হেফজতের পর ধর্ম হেফাজতে নামসে...হুজুরের মুত খাইতে খাইতে `মূত' ছাড়া আর কী বা বাইর হইবো অগো মুখ থেইকা....

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

প্রািন্ত বলেছেন: ঠোঁটকাটা০০০৭ ভাই, সরকার কি ৭১ এর হাতিয়ার দিয়েছে, শাহবাগীদের হাতে?

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

মনোজ মুকুট বলেছেন: স্লোগান এর চাইতে বড় অস্ত্র আর কী আছে ভাইজন। সঙ্গে দুই একটা লাঠিসোঁটা হইলে ভালা...আপাত অইটা দিয়াই শান্তিপূর্ণ প্রিতেরাধ চলবে।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: প্রািন্ত বলেছেন: “এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহব “ এই সশস্র প্রতিরোধের ডাকদিয়ে নিজের জাত চিনিয়ে দিলেন। ধন্যবাদ

কেন আপনারা কি শান্তিপূর্ণভাবে বাশেসর ণাঠি নিয়ে আইসতেছিলেন?
মাইনসের বাড়ীর দাওয়াত খাইয়া খাইয়া আন্দোলন হয় না।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: প্রািন্ত বলেছেন: ঠোঁটকাটা০০০৭ ভাই, সরকার কি ৭১ এর হাতিয়ার দিয়েছে, শাহবাগীদের হাতে?
একাত্তরের হাতিয়ার সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

প্রািন্ত বলেছেন: ঠোঁটকাটা০০০৭ ভাই, তাও ভাল যে শুধু বিএনপির স্যালাইন, তাতেই এই অবস্থা। আর যদি আওয়ামীগ আপনাগো যে ভাবে বিরিয়ানীর প্যাকেট সরবরাহ করে সেটা করলে তো........ শাহবাগ-কুপোকাত।

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২

প্রািন্ত বলেছেন: কোন স্বাধীনদেশে কোন দেশ প্রেমিক মানুষ সশস্ত্র প্রতিরোধের কথা বলতে পারে না। আপনি প্রতিরোধের কথা বলুন। নাকি সাহস হারিয়ে ফেলেছেন?

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২

করোনী বলেছেন:

২০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

এম আর সুমন বলেছেন: ঠোঁটকাটা০০০৭ , আমি সেখানে ছিলাম না । এটা প্রথমে একটা রিউমারের মত চাউর হয়ে যায়। সেটা শুনে আমরা সাথে সাথে সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাই। পুলিশ দেখলাম সাধারন মানুষদের ঢুকতে দিচ্ছে না। পরে আমরা ভিতরে ঢুকে দেখি ওরা দৌড়াদৌড়ি করছে এদিক সেদিক। একটু পরে ছাত্রলীগের ছেলেরা তাদের বিখ্যাত চাপাতি আর লাঠি নিয়ে বের হয়ে আসে। সেখানে কয়েকজন বাম ও আওয়ামী শিক্ষকও ছিল। এটাই প্রকৃত খবর। এখানে শাখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। লাভ হবে না। Click This Link
আপনাদের খুব হিরো সাজতে ইচ্ছে করে। আর সেই কারনেই শাহরীয়ার কবীর বলেন, আমাকে টার্গেট করা হয়েছিল।
বোঝেন কতবড় হিরো এই মুরগীওয়ালা!!!
শেখ হাসিনাকে না, আশরাফকে না, তোফায়েলকে না, হানিফকে না .......কবিরকে টার্গেট করা হয়েছে !! কতবড় হিরো সে , চিন্তা করেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের একমাত্র ধারক ও বাহক এই মুরগী কবির। আর লাখ লাখ তৌহিদী জনতা তার বিরোধী। কি মজা!!!

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মনোজ মুকুট বলেছেন: তুমি হইলা বেহুদা চোদন খাওয়া পাবলিক। ...`বেহুদা চোদন' বোঝ?

২১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

বাংলাদেশী দালাল বলেছেন: সশস্ত্র প্রতিরোধ না করে শান্তি পূর্ণ প্রতিরোধ করুণ।হেফাজতে বেশির ভাগ মানুষ ধর্ম পরায়ওন। প্রজেক্টরে সিনেমা না দেখাইয়া ব্লগে কি হ্য় তা দেখান। তাদেরকে সচেতন করুণ।


আমি ইসলামের কথা বলে যাব।
আমি ইসলামের পথে লড়ে যাব।


আমরা দেশ ও সমাজের শান্তি শৃংখলা বজায় রাখতে সচেষ্ট থাকব।
ইন শা আল্লাহ।

এই মন্ত্র বুঝান তারা বুঝবে।

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মনোজ মুকুট বলেছেন: স্লোগান এর চাইতে বড় অস্ত্র আর কী আছে ভাইজন। সঙ্গে দুই একটা লাঠিসোঁটা হইলে ভালা...আপাত অইটা দিয়াই শান্তিপূর্ণ প্রিতেরাধ করেন।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মনোজ মুকুট বলেছেন: আসেন ছাগুর দল, আসেন হেফজেতে জামায়াতীরা....দেখা যাক কে জেতে আর তে হারে...আমাদের লড়াইতো চলছেই। আমার জাত চিইনা লাভ হইবোনা । নিজের জাত রক্ষা কর ছাগুরা...

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

বাধা মানিনা বলেছেন: আর্মস পামু ক্ই? কে দিব??

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মনোজ মুকুট বলেছেন: স্লোগান এর চাইতে বড় অস্ত্র আর কী আছে ভাইজন। সঙ্গে দুই একটা লাঠিসোঁটা হইলে ভালা...আপাত অইটা দিয়াই শান্তিপূর্ণ প্রিতেরাধ করেন।

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

প্রািন্ত বলেছেন: মনোজ মুকুট, কয়েকদিন পর যখন আর দাড়ানো জায়গা পাবিনা যখন বুঝবি রে দালাল।

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

তনুদ্‌ভব বলেছেন: এবার প্রতিরোধ। আমাদের বিনয় আমাদের দুর্বলতা নয়। আমাদের দেশপ্রেম আমাদের শক্তি আমাদের সাহস। আমাদের টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়না। আমরা স্বেচ্ছায় যাই। দেশকে ভালবাসি তাই যাই। তাই আর চুপ করে বসে নয়। পাড়ায় মহল্লায় দেখলেই জামাত হোক আর হেফাজতই, ঠেঙ্গাবেন শুধু। মাথা তুলে এদের দাঁড়াতে দেয়া যাবেনা। নয়ত এরা আমাদের দেশটাকে ছারখার করে দেবে। এরা দেশের শত্রু। তাই সম্পর্কে আপনার যাই হোক না কেন, প্লিজ এদের প্রতিরোধ করুন। নয়ত ধরে নিন আপনি নিজেই আপনার জীবন বিপন্ন করলেন।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

মনোজ মুকুট বলেছেন: অনুদ্ভব, দেশটারে আফগানিস্থান, পাকিস্তান বানানোর জন্য লোক আপনার আমার পাশেই রেডি আছে। এবারের শাহবাগ জাগরণের পর আমাদের পাড়া, প্রতিবেশী, বন্ধু স্বজনদের আসল চেহারা, লুকিয়ে থাকা মধ্যযুগীয় চিন্তা, ধ্যান ধারণার প্রকাশ ঘটেছে। এবারের জাগরণে লাভ যা হয়েছে তার মধ্যে অন্যতম হলো মানুষ চেনা। শাহবাগতো অবশ্যই এবার আমাদের ব্রিগেড গড়তে হবে পাড়ায় পাড়ায়। পুরো জাতির মনোজগতে একটি সাংস্কৃতিক পরিবর্তন সাধন না করতে পারলে ধ্যর্ম ব্যবসায়ীদের দলে ভীড়ে যাবে আমাদের সরল সাধারণ ধর্মপ্রাণ স্বজনেরা। কারণ এদের সরল ধর্মানুভূতি নিয়েই চলছে ভোটের খেলা। এটা ধর্ম রক্ষার লড়াই নয়, ক্ষমতা রক্ষা বা ক্ষমতা জেতার লড়াই। আর আমরা যারা ৭১ এর চেতনায় অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধে অবতীর্ন হয়েছি তখনও প্রথম মুক্তিযদ্ধের মতো ধর্ম ব্যবসায়ীরা একে আঘাত করতে ধর্মকে সামনে নিয়ে আসছে। স্বাধীনতা পাওয়ার পর আমাদের লড়াইটা যতটা না রাজনৈতিক হওয়ার দরকার ছিল তার চেয়ে বেশি দরকার ছিল সাংস্কৃতিক লড়াই। সে লড়াই কিছুটা বাকি রয়ে গিয়েছিল। এবার তা সম্পন্ন করতে হবে। জয় বাংলা

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

হাঁড় = ঘাঁড় বলেছেন:

গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।

...তালেবান জঙ্গিবাদের ভয়

মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে

'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান

হয় তালেবানী না হয় শত্রু

মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা

হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে

হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।

ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন

হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা

‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’


...হেফাজতের কাছে প্রশ্ন

শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক

হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!

হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?

জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ

আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন

ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না

বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।

হেফাজতে ইসলামের আসল চরিত্র

প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!

হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?

...লংমার্চ

লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।

লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি

পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে

প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী

...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা

কাণ্ডারি হুশিয়ার!!

শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।

লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।

গণজাগরণ মঞ্চ।

এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে

হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা

...জামাত বিষয়ে হেফাজত অন্ধ

হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী

জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?

একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!

যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....

ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥

হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?

হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য

হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন

...তেরো দফা

হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।

লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী

...নারীর উপর তালেবানী হামলা

এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।

বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম

ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!

আমি ও চাই !

উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।

...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন

'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

মনোজ মুকুট বলেছেন: ‘হাঁড় = ঘাঁড় ’এই প্রয়োজনীয় লিঙ্কগুলোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

মেঘ বলেছে যাব যাব বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে রাম পাঠারা - যে লোক আসছিল- মুইতা দিলেও গোনা-জাগরনরী রা ভাইসা যাইতি!!!

মাইর দেওনেরতো জায়গাই নাই!!! আবার হিরোইজম মারায়!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.