নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্গমেধার উঠানে অন্ধরাতের গান...

মনোজ মুকুট

মনোজ মুকুট › বিস্তারিত পোস্টঃ

।। দেশটা মগের মুল্লুকেই পরিণত হইতেছে ।।

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মগের মুল্লুকে এক মগা আকস্মিকভাবে দেশে সর্বপ্রকার রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করিয়াছেন। এই 'কারফিউ' বলবৎ থাকিবে টানা ১ মাস যাবৎ। আজব ব্যাপারই বটে! সভ্য, গণতান্ত্রিক দেশে এই ধরণের আচরণকে অসভ্য মগদের সহিতই কেবল তুলনা করা চলে আর কাহারো সহিত নয়। আমরা ভাবিয়া অবাক হইতেছি যে তিনি দিন দিন এমন মগজহীন অথর্ব ভদ্র মগে পরিণত হইতেছেন কিভাবে? তিনি এই ঘোষণার জন্য দোহায় দিয়াছেন ‌'মহাসেন'এর। দুর্গত এলাকায় ত্রান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালা করিবার সুবিধার্থে নাকি এই নির্দেশ দেওয়া হইয়াছে। কিন্তু মগ মহাশয় ভুলেই বসিয়া আছেন গণতান্ত্রিক রাজনৈতিক শিষ্টাচার। তিনি আমলার পুত আমলাই রহিয়া গিয়াছেন। তাহার ভাষা হইতে আমলার গন্ধ যায়নাই। আমলারা আমাদিগকে সবসময় তাহাদের আজ্ঞাবহ প্রজা বলিয়াই মনে করেন। তাই গণতান্ত্রিক বিধি-ব্যবস্থার রীতিনীতি ভূলিয়া দেশের রাজনৈতিক দলগুলোকে তিনি ১ মাস সভা-সমাবেশ না করিবার নির্দেশ দিয়াছেন। বুদ্ধ ওই মগ নির্দেশ কী আর অনুরোধ কি তাহাও ভুলিয়া গিয়াছেন। মহাসেনের দোহায়ই যদি তিনি দিবেন তাহলে নিদের্শ কখনোই দিতে পারেন না। কেবল অনুরোধ করিতে পারেন। আর গণতান্ত্রিক আচার পালনে ‌'নিষিদ্ধ' শব্দটির ব্যবহারতো তিনি করিতেই পারেন না।



১ মাসের জন্য সারাদেশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:০৪

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এই মাসের আর ১০ দিন আছে, এই কটা দিন গ্যাঞ্জাম না করলে হয় না?

হেফাজত - জামাত .. ইত্যাদি দমনের পর যাতে নতুন কোন উত্তেজনা যাতে তৈরি না হয়, সেজন্যেই এই আপাত ব্যাবস্থা।

আপাতত বিবৃতি, টকশো ইত্যাদি দিয়ে সারেন।
Click This Link

২| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৫

নানাভাই বলেছেন: "মগের মুল্লুক" না হউক, মখা`র মুল্লুক তো অবশ্যই।

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

নানাভাই বলেছেন: মখা`র মুল্লুকের নমুনা।
সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি: সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫
View this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.