![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেটের সঙ্গে প্রথম পরিচয়ের সময় ইয়াহু ম্যাসেঞ্জারই আমার প্রথম অবলম্বন হয়ে দাঁড়ায় দেশ বিদেশের বন্ধু, ভিন্ন স্বাদ, ভিন্ন কথাবার্তা এবং ভিন্ন মেজাজ ও আমেজ আস্বাদনের। সে অনেক আগের কথা। গত ৫টা বছর আমি ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করিনি। আমি আবার সেটাতে অ্যাকটিভ হতে চাচ্ছি। কিন্তু ম্যাসেঞ্জার ওপেন হচ্ছে মাগার চ্যাটরুমের কোনো অপশনও খুঁজে পাচ্ছি না। আগে থেকে অ্যাড করা পুরনো বন্ধুরাও মনে হয় এখন ইনঅ্যাকটিভ। দু’একজন বন্ধু বললো ম্যাসেঞ্জার আপডেট করে নিতে। তাও করে নিলাম। ইয়াহু ম্যাসেঞ্জার ১১.৫০। কিন্তু এখানেও কোনোভাবেই চ্যাট রুম খুঁজে পাচ্ছি না। কেউ একটু হেল্প করবেন? জানাবেন, আমি কী করে ইয়াহু ম্যাসেঞ্জারে চ্যাট রুম পেতে পারি?
২| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
ফুরব বলেছেন: এই আমি রবীন বলেছেন: হেল্প করতে পারব না, কারন ইয়াহু ম্যাসেঞ্জারে চ্যাট রুম তুলে দেয়া হয়েছে ।
হ্যা সঠিক খবর। তবে আপনি শুধু এড করা ফ্রেন্ড দের সাথে চ্যাট করতে পারবেন। এটা এখন ও ফ্রি।।
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩২
মনোজ মুকুট বলেছেন: থ্যাংকস `এই আিম রবীন এবং ফুরব....বিষয়টি জানতাম না....
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭
কালীদাস বলেছেন: চ্যাটরুমের অপশন বন্ধ!
আহ, কি পরিমাণ গেজাইতাম এককালে রুমগুলাতে ....
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
এই আমি রবীন বলেছেন: হেল্প করতে পারব না, কারন ইয়াহু ম্যাসেঞ্জারে চ্যাট রুম তুলে দেয়া হয়েছে।