![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমত, মুক্তচিন্তার ওপর অব্যাহত আঘাত প্রতিহত করুন। মুক্তমনা লেখক ও চিন্তকরা ঐক্যবদ্ধ হোন। সমবেত হোন ঐক্যের মিছিলে।
জাতীয় সেমিনার
৩রা জুলাই, শুক্রবার, সকাল সাড়ে ৯টা
আরসি মজুমদার মিলনায়তন
কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১১:২৩
টিএম.নীরব বলেছেন: তুমাদের কি এমন মুক্তচিন্তা যে তোমরা সুদু ইসলামকে নিয়ে চিন্তা করো, আর দেশে অশান্তি সৃষ্টি করো, সেটা আমাদের ধর্ম প্রান মুসলিমা জানে !
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:০৭
মনোজ মুকুট বলেছেন: ‘আমি আপনার মতের সঙ্গে একমত নই। তবে আপনার মত প্রকাশে কোনো বাধাকেও আমি গ্রাহ্য করব না।’- এটাই হচ্ছে প্রকৃত মুক্তচিন্তার আদর্শ নীরব।
৩| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:২১
ডার্ক ম্যান বলেছেন: আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে বসে থাকা ক্রিমিনালদের খুঁজে বের করুন। যারা অযথায় ধর্ম নিয়ে গালিগালাজ করে তাঁদের বিরদ্ধে ব্যবস্থা নিন
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৫ সকাল ১১:১৫
ভয়ংকর বিশু বলেছেন: সমাবেশ করে লাভ নাই। জংগী ধরে ক্রশ ফায়ারে দিতে হবে, নাইলে লাঠিপিটা দিয়ে মারতে হবে। এগুলা সমাজের ক্যান্সার।