নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা নষ্ট

ব্লগার

মুর

মাথা নষ্ট

মুর › বিস্তারিত পোস্টঃ

শুরুতেই আ. লীগ ও বিএনপিকেই বয়কট করা উচিৎ...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

৪২ বছরের লালিত জঞ্জাল পরিষ্কার করতে হবে। কিন্তু আমরা সবাই জানি সেটা একবারে সম্ভব নয়। আমার মনে হয় (ব্যক্তিগত ধারনা) দাবি দাওয়ার দফাগুলি সংক্ষিপ্ত আকার প্র‌্য়োজন। আমাদের আপাতত: দুই দফা নিয়েই এগোনো উচিৎ।

১। কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর সাজা মৃত্যুদন্ড দিতে হবে ও

২। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

সত্যি বলতে কি আমাদের মত সাধারন জনগনের তো প্রথম দাবিই হওয়া উচিৎ আওয়ামী লীগ ও বিএনপিকে বয়কট করা। কারন তারাই এতদিন সাপ নিয়ে খেলা করেছেন। ক্ষমতায় টিকে থাকার প্রয়োজনে তারা উভয়েই জামায়াতকে ঘরে পুষে রেখেছেন। দুধ কলা খাইয়েছেন ! ইতিহাস সে কথার সাক্ষ্য দিবে নিশ্চয়ই। ফলশ্রুতিতে আজ আমাদের রাস্তায় নামতে হয়, সাগর-রুনিদের বিচার হয়না, পুলিশকে রাস্তায় তাদের হাতে মরতে হয়, অসহায় নারী ও নারী পুলিশদের ধর্ষণের শিকার হতে হয় আরো কত কি বলে শেষ করা যাবে না। ধন্যবাদ।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

খাটাস বলেছেন: শিরোনাম দেখেই প্লাস, সাথে যদি ও জামাত এর নামটা লিখলে আরও ভাল লাগত।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

মুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

দূর্গমগিরি বলেছেন: সহমত

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

মুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

ালামগীর বলেছেন: বুঝলাম, আপনি রাজাকারের খাতায় নাম লেখাতে চলেছেন।

"তুই রাজাকার"

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

মুর বলেছেন: আপনি তো খুব ভালোই বুঝতে পেরেছেন----ছাগু, ধন্যবাদ।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

মো কবির বলেছেন: আসলে আমার মনে হয় শাহবাগ আন্দোলন একটু ভিন্ন পথে চলছে,
স্বাধীনতার যুদ্ধে জামায়াত বলে কিছু ছিল না,ছিল রাজাকার,আলবদর,আল সামস ইত্যাদি।
শাহবাগ আন্দোলনের প্রধান ইস্যু হওয়া উচিত রাজাকার,আলবদর,আল সামস এদের বিচার চাওয়া। আলাদা ভাবে কাউকে নির্দেশ না করা।
তাহলে সবার থেকে সমর্থন পাওয়া যাবে, নিঃসন্দেহে, তবে তখন আবার আমাগো হারামীর সরকার আবার বাঁধা দিতে পারে কারন তাতে আবার তার দলের কয়েকজন মন্ত্রীর নাম আসতে পারে। ।।
সেই যাইহোক, ইস্যু হবে এটাই।
অপরাধীর শাস্তি দেয়া। রাজাকার মুক্ত দেশ গড়া।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

মুর বলেছেন: 'অপরাধীর শাস্তি দেয়া। রাজাকার মুক্ত দেশ গড়া।'-ভালো লাগলো, ধন্যবাদ।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

আল মামুনুর রশিদ বলেছেন: মো কবির বলেছেন: আসলে আমার মনে হয় শাহবাগ আন্দোলন একটু ভিন্ন পথে চলছে,

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

মুর বলেছেন: কি জানি বাপু, ধন্যবাদ।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মো কবির বলেছেন: ভাই আপনি নিচের লিংকে গিয়ে একটু ৩নাম্বার লেখাটা পড়বেন।
পারলে সব গুলো পড়বেন ভাল লাগতেও পারে।

https://www.facebook.com/LikeRealPatriot

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.