![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলকাতার এক মুসলিম সাহিত্য সাময়িকিতে তারা লিখেছে, আজকে কাজী নজরুলের যে সম্মান তা বাংলাদেশের জন্ম না হলে তৈরী হতোনা। যে কবি ভারতের স্বাধীনতার জন্যে জেল খেটেছেন, স্বাধীনতার পর তার খবরই নেয় নি। কবি বাকরুদ্ব হবার কয়েক বছর পর কবিকে জাহাজে ভিয়েনায় নিয়ে যাওয়া হয়, বেশী দেরী হওয়ায় করি আর সেরে উঠতে পারেনি। নেহেরুর শাসনামলে কবি কলকাতায় ছোট একটা ফ্লাটে পুরা পরিবার নিয়ে ঠাসাঠাসি করে থাকতেন। ভারত সরকার হতে ভাতা পেতেন ১৫০ রুপি, অনেক কষ্টে তাকে চলতে হতো।
কলকাতার নামি দামী বাংলা ম্যাগাজিন গুলোতে এই কবির জন্মবার্ষিকিতে একটা লেখাও চাপা হয় না। এ ব্যাপারে "দেশ" পত্রিকায় জানতে চাওয়া হলে তারা বলে কবি নজরুলকে নিয়ে লেখার লোকই নেই। হায়! কলকাতার এতো পন্ডিতের মাঝে নজরুলকে নিয়ে লেখার কেউ নেই।
এখন কিছু লোককে দেখি নজরুল নজরুল বলে গলা শুকিয়ে ফেলে। অথচ পাকিস্তান আমলে ভারতের মতই ওরা এই কবির জন্যে কিছুই করেনি। বাংলাদেশের জন্মের পর শেখ মুজিবর রহমান তাকে কলকাতা হতে ঢাকায় নিয়ে আসেন, গুলশানে একটা বাড়ি দেন, হাওয়া খাওয়ার জন্যে গাড়ি দেন। কবির জন্যে সার্বক্ষনিক একজন ডাক্তার রাখেন। কবির মাসিক ভাতা করেন তৎকালিন ১ হাজার টাকা। নজরুলকে জাতীয় কবি বানানো হয়।
কবির মৃত্যুর সময় ছিলো জিয়াউর রহমানের সময় কাল। কবিকে জিয়াউর রহমানের তত্বাবোধনে কবিকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। বাংলাদেশ না হলে এসব কি সম্ভব হতো?
সৌজন্যে: মজলুম ভাই।
২| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯
অদৃশ্য বলেছেন:
হতোনা... বাংলাদেশ না হলে এটা কোনদিনই হতোনা...
শুভকামনা...
৩| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:২৯
সোহানী বলেছেন: সহমত.... তবে কবির আরও সন্মান প্রাপ্য....++++
৪| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪
আজনবী বলেছেন: ভাল লাগল। +
৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১
মাহমুদুর রাহমান বলেছেন: মুল্যবান পয়েন্ট ধরেছেন।
ওরা পারেনি, কিন্তু আমরা পেরেছি kik kiksd
সোহানী বলেছেন: সহমত.... তবে কবির আরও সন্মান প্রাপ্য....++++
৬| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪০
হাসি .. বলেছেন: ++
৭| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২১
নীল পেন্সিল বলেছেন: +++++++
৮| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫
নীল_সুপ্ত বলেছেন: কবির আরও অনেক বেশি সম্মান প্রাপ্য ,
পোস্টে ভালো লাগা
৯| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++
ভাল লাগলো
১০| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭
তুিহনরানা007 বলেছেন: সত্যি তাই
১১| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৮
ক্লান্ত কালবৈশাখি বলেছেন: আমরাই জানি, যোগ্যকে যথাযোগ্য সম্মান দিতে...
১২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯
জাহাজ ব্যাপারী বলেছেন: "যে কবি ভারতের স্বাধীনতার জন্যে জেল খেটেছেন, স্বাধীনতার পর তার খবরই নেয় নি।"
১৩| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মেলবোর্ন বলেছেন: এই সেই কবি আমার প্রিয় কবি যিনি হিন্দু মুসলমান সবার বন্ধনের জন্য কবিতা লিখেছেন, তরুন কে জাগ্রত করতে কবিতা ও গান লিখেছেন, শিশুদের জন্য ছরা, গল্প লিখেছেন। ঈদ, রমজান, নবী রাসুল পুরুষ নারী সবার জন্য দরদ ভরা গজল কবিতা লিখেছেন। তিনি বাংগালি জাতিকে জাগিয়েছেন বংগবন্ধু ও জিয়া কে নিজের আপন করে নিছিলেন তার লিখনির মাধ্যমে, এ দেশ ও দেশের মানুষ কে ভালবেসে।
এই কবি থেকে অনুপ্রেরনা ও শিক্ষা নিয়ে আমরাও পারবো সকল ধর্ম, দল মত নির্বিশেষে এক হয়ে দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে কারজ করতে মানুষ হিসেব অন্য মানুষকে ভালবাসতে। ধনি - গরিব, হিন্দু-মুসলমান জাগাও তোমাদের বিবেক গাও সাম্যের গান।
কবি নজরুল কে নিয়ে আমার একটি পোস্ট:
আজ প্রিয় কবির জন্মদিন, তো প্রিয় একটি কবিতা হয়ে যাক ! সাথে কিছু পরিসংখান আগ্রহীদের জন্য
Click This Link
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:১১
তুষার আহাসান বলেছেন: + সহ পোস্ট প্রিয়তে।