![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগে শুরু হওয়া দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় বঙ্গবন্ধু ইমরান এইডস সরকার পেশায় একজন ডাক্তার। পিজি হাসপাতালে সরকারী বেতনভুক্ত ডাক্তার হয়ে মাসের পর মাস নিজ কর্মস্থলে না এসে শাহবাগে বসে থাকার ব্যাখ্যা তার কাছে কেউ চায় না। যাই হোক, আমাদের প্রিয় ইমরান এইডস অবশ্য বিশ্বাস করেন, প্র্যাকটিস বড় কথা নয়, মুক্তিযুদ্ধের চেতনায় চিকিৎসা হচ্ছে কিনা, সেটাই বড় ব্যাপার ।
তো একবার ইমরান এইডস সরকারের কাছে এক রোগী আসলো,তার পা নীল হয়ে গেছে দেখে।
ডা: ইমরান এইডস পা দেখে বললেন, "পায়ে বিষের সংক্রমণ হইছে,পা কেটে ফেলতে হবে"
কয়েক দিন পর রোগীর আরেক পা ও নীল হয়ে গেলো,
ডা: ইমরান এইডস,"এই পায়েও বিষের সংক্রমণ হইছে,কাটতে হবে"
এরপর প্লাস্টিকের পা লাগানোর পরও দেখা গেল,তা নীল হয়ে গেছে।
ডা: ইমরান এইডস, "এখন আপনার রোগ বুঝতে পারলাম,আপনার জিন্সের প্যান্টে রঙ উঠে"
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৮
জগ বলেছেন: শুনলাম উনি নাকি এখন হোটেল রুপসী বাংলায় থাকেন।
২| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪
হেডস্যার বলেছেন:
আরেকজনের পাছায় আঙ্গুল দেবার আগে নিজেরে জিগান....আপনি নিজে কি ছিড়ছেন?
আর জোকস পইড়া তো হাসি থামাইতারতাছি না...
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
জগ বলেছেন: আর যাই ছিড়ি, আপনার গুপ্তকেশে টান লাগার কারন কি? এত চ্যাতলেন ক্যান?
৩| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮
এেলক্সান বলেছেন:
৪| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১১
নিষ্কর্মা বলেছেন: ইমরানকে বিম্পির থ্যাংকস দেওয়া উচিৎ।
৫| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৩
বাধা মানিনা বলেছেন: হেডস্যারের প্রশ্নের উত্তর চাই ...সব কিছুতেই জগা খিচুরী পাকানো একটা অভ্যাস
৬| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
মুদ্রা সংগ্রাহক বলেছেন: হেডস্যারের কি পরিশীলিত ভাষাবোধ ! ! ! ভাষাবোধ এর ক্ষেত্রে পরিবার আর আপব্রিংগিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে....
লেখক - আরে ভাই ওনারা নেতা মানুষ....রাজনীতি হল মূল পেশা...অন্যগুলো তো পার্টটাইম.....
৭| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
হেডস্যার বলেছেন:
মুদ্রা সংগ্রাহক বলেছেন: হেডস্যারের কি পরিশীলিত ভাষাবোধ ! ! ! ভাষাবোধ এর ক্ষেত্রে পরিবার আর আপব্রিংগিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে....
লেখক - আরে ভাই ওনারা নেতা মানুষ....রাজনীতি হল মূল পেশা...অন্যগুলো তো পার্টটাইম.....
@মুত্র সংগ্রাহকঃ আজাইরা লেকচার বন্ধ কর।
ঠাটায়া কানের নিচে খাবা। তোমার সাথে কে কথা বলছে?
যারে লেখলাম সে তো কিছু বলে না। তোমার জ্বলে কেন?
কই থেকে আসছ আমার ভাষাবোধ জাগাইতে?
কথাগুলা শুনতে কেমন লাগছে জানাইও।
কারো সাথে লাগে চাই না তারপর তোমার মত কিছু আবাল এসে গায়ে পড়ে লাগে। মেজাজ খারাপ করে দিলি
৮| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
বাধা মানিনা বলেছেন: মুত্র সংগ্রাহক.....লোল.... কি নাম রে বাবা এটা??
৯| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৩২
হেডস্যার বলেছেন:
চ্যাতলাম কই? জিগাইলাম মাত্র... :-&
১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১
শুভখান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯
হারুনরশিদ বলেছেন: চাকরি আছে তাই বেতন পাই। - রুগী দেখার যোগ্যতা নাই তাই হাসপাতাল সিটে নাই- নেতা হইলে বেতন লাগে না! আপনি এতো বোকা - হেরে আবার এইটা জিগাইবার গেছেন।
তাছাড়া শাহবাগ আর পিজি-তো কাছাকাছি-তাই দুটোই চলে আর কি!