![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে সরকারী দল সমর্থিত
প্রার্থী আজমত উল্লাহ খানের প্রচার বহরে গত পরশু
একটি মাইক্রোবাস দেখা যায়। যাতে দাড়ি-টুপিধারী ধর্মীয়
পোশাক পরিহিত কিছু লোক ছিলেন। ভোটারদের
সাথে পরিচয়ের সময় বলা হয়, এরা হেফাজতের লোক।
আজমত উল্লাহ খানের গণসংযোগে অংশ নিতে এসেছেন।
স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চাইলে দেখা... যায়,
তারা কেউই মসজিদ মাদরাসা বা ধর্মীয় সংস্থার দায়িত্বশীল
ব্যক্তি নন। তারা কেউ বিখ্যাত হাফেজ, আলেম বা ঈমামও
নন। একজন তার পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি গাজীপুর
হেফাজতে ইসলামের উপদেষ্টা। কৌতুহলী ভোটারদের
প্রশ্নবানে জর্জরিত হয়ে মাইক্রোবাসের
যাত্রীরা তড়িঘড়ি করে জানালার কাঁচ
তুলে দিয়ে ড্রাইভারকে দ্রুত স্থান ত্যাগ করতে বলেন।
স্থানীয় হেফাজত নেতাদের সাথে কথা বলে জানা যায়,
উপদেষ্টা বলে তাদের সংগঠনে কোন পদ নেই। এ নিয়ে গতকাল
শহরে বেশ হাস্য-রসিকতা হয়। জেলা পরিষদ মসজিদের
সামনে আসরের নামাজ শেষে ৮/১০ জন মুসল্লিকে এ
বিষয়ে কথা বলতে শোনা যায়। তারা বলাবলি করছিলেন যে,
এরা নকল হেফাজত। আসল হেফাজতের নেতা-কর্মী ও
সমর্থকরা আর যাই হোক এভাবে সরকারী দলের সমর্থিত
প্রার্থীর বহরে যুক্ত হবে না। তারা তাদের
নেতা আল্লামা আহমাদ শফীর নির্দেশনা অনুযায়ী নিরবে কাজ
করে যাচ্ছে। ইসলাম, মহানবী (সা ধর্মীয় মূল্যবোধের
সপক্ষের প্রার্থীকে তারা সমর্থন দেবে। নাস্তিক, মুরতাদ, ও
ধর্মবিদ্বেষী চক্রের সমর্থক শক্তিকে তারা কোন ক্রমেই
সমর্থন দিতে পারে না। কোন প্রার্থী বা দলের নাম না নিয়েও
আল্লামা শফী সিটি নির্বাচনে বুঝে শুনে পক্ষ নেয়ার
কথা তাদের বলে দিয়েছেন।
২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
জগ বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ন প্রশ্ন।
২| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মোহাম্মদ হারুন বলেছেন: হেফাজত ইসলাম আবার নকল আসল কি?
প্রত্যেক মুসলমান ইসলামে হেফাজত করবে, এটা সব মুসলমানের নৈতিক দায়ীত্ব, আর হেফাজত ইসলাম তো শুধু মাত্র ইসলামের হেফাজত করবে বি,এন,পি জামাত শিবিরের সহ রাজাকরের হেফাজত করবে কেন?
যারা এই ভন্ড ইসলাম হেফাজতের নামে মাঠে রাজনৈতিক হেফাজতে নেমেছে শফীর নির্দেশে তাদের উপর আল্লাহ গজব নাজিল হবে, হয়তো আপাতত তারা রাজনৈতিক ফায়দা লুটবে কিন্তু আল্লাহর কাছে এর জবাব আখেরাতে তাদের দিতেহবে।
২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
জগ বলেছেন: আপনে কি মাইজভান্ডারী না আটরশি?
৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:১১
দুরন্ত-পথিক বলেছেন: এই লীগ যে আরও কত কিছু করে দেখাবা তার ইয়ত্তা নাই
৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২০
আশিকুর রহমান ১ বলেছেন: কি করা! চেতনাতো এখন আর মানুষ খাচ্ছে না
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
শিক্ষানবিস বলেছেন: প্রশ্ন হল : আওয়ামী লীগের প্রার্থীরা নকল হেফাজত তৈরী না করে কেন আসল গণজাগরণ মঞ্চকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালায় না?
যে হেফাজত লেঙ্গুর তুলে পালিয়ে গেল চট্টগ্রামে, যে হেফাজত পুলিশের পিটুনি খেয়ে সুবহানাল্লাহ বলতে বলতে হারিয়ে গেল তাদের এত গুরুত্ব কেন? এতে কি রাম বাম নাস্তিক মুরতাদরা ক্ষেপে যাবে না? তাদের ভোট কমে যাবে না ?