নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগ

জগ

জগ

ঢাকা থেকে জগ বলছি

জগ › বিস্তারিত পোস্টঃ

খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান হনুজাগরণ মঞ্চের

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১

সংসদে হনুজাগরণ মঞ্চ নিয়ে দেয়া বক্তব্যের জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান হনুজাগরণ মঞ্চের ডা. ইমরান এইচ সরকার।



ফাইল ছবি



রোববার হনুজাগরণের মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।



এতে ইমরান অভিযোগ করেন, "শনিবার জাতীয় সংসদে হনুজাগরণ মঞ্চ নিয়ে খালেদা জিয়ার বক্তব্য তরুণ প্রজন্মের শ্রমনিষ্ঠ মেধা ও আন্দোলনকে কটাক্ষ করেছে। কোনো প্রমাণ ছাড়াই হনুজাগরণ মঞ্চ নিয়ে তিনি যে বিরূপ মন্তব্য করেছেন তা নিন্দনীয় এবং অপরাধের সামিল।”



এজন্য খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।



গত ফেব্রুয়ারি থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে, হনুজাগরণ মঞ্চ।



খালেদা জিয়া সংসদে ‘ধর্ম বিরোধীতার’ যে দায় হনুজাগরণ মঞ্চের ওপর চাপিয়েছেন, তা অনভিপ্রেত এবং নিন্দনীয় উল্লেখ করে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান বলেন, "বিরোধী দলীয় নেত্রী যেহেতু যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করেননি, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া হনুজাগরণ মঞ্চকে নাস্তিক বা ধর্মবিরোধী বলার কোনো অধিকার বিরোধী দলীয় নেত্রীর নেই।"



খালেদা জিয়ার হনুজাগরণ মঞ্চে আসার মতো ‘যোগ্যতা ও সৎ সাহস হয়নি’ বলেও বিজ্ঞপ্তিতে দাবি করেছেন তিনি।



শনিবার জাতীয় সংসদে বেগম খালেদা জিয়া প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন। এ সময় হনুজাগরণ মঞ্চ নিয়েও কথা বলেন তিনি।



সুত্র: http://www.samakal.net/2013/06/30/6163

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১

বেলাল আহমেদ রাসেল বলেছেন: এ পাগল এখনও আছে?
অনেক দিন দেখিনা

২| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ইমরান সরকারের চেখারাটা এমন হিরুইনচি হিরুইনচি মনে হয় কেন?

৩| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আবাল

৪| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ তো নাম দিয়েছেন...হনু

আসলে সত্য লুকানো যায় না।

তারা সরকারের কোলে বসে শিশুতোষ আন্দোলন বা বিপ্লেবের ভাব ধরেছীল- যেমন ধরে দুষ্ট শিশুটি বাবার চশমা, পেপার নিয়ে অঙ্গভঙ্গি করে!!!

তাইতো সামান্য ফুয়ে উড়ে গেল প্রতিবাদহীন।

বিরিয়ানিও নাই, তিন স্তরের নিরাপত্তাও নাই
হনুরাও নাই!!!!!!!!!!!!

৫| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: বেলাল আহমেদ রাসেল বলেছেন: এ পাগল এখনও আছে? অনেক দিন দেখিনা :D :D :D :D :D :D

৬| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

স্বাধীন শোয়েব বলেছেন: পাশে জমির চাচা কেও দেখা যাচ্ছে

৭| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শ্রীঘর বলেছেন: সামুতে বস্তুনিষ্ট ব্লগারের বেশ আকাল যাইতাছে। যা-তা পোষ্ট দেয়, মন্তব্য করে।

আবার আমার মন্তব্যের উপর কোন মন্তব্য এমন হতে পারে... তুমি আবার কোথা থেকে... যা শ্রীঘরে গিয়া বইয়া থাক

৮| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

বিডি আমিনুর বলেছেন: হনু সম্প্রদায় আবার নড়াচাড়া শুরু করছে ।

৯| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

অরিয়ন বলেছেন: গান্জা আর বাবার নেশায় কখন কি বলে তার কি ঠিক আছে ?

১০| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

নষ্ট ছেলে বলেছেন: এই চেটের বাল এখন আবার কই থাইকা উকি দিল?

১১| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: দুঃখ হীন পৃথিবী বলেছেন: ইমরান সরকারের চেখারাটা এমন হিরুইনচি হিরুইনচি মনে হয় কেন?

১২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এই বালেরা না থাকলে তো তোদের বাবারা ৬মাস বিনা শ্রম জেল শেষে বাইর হইয়া যাইতো,
এখন ফাঁশির দড়ী থাইকা একটাও রেহাই পাবিনা, আল্লারে ডাক, কাজে দিব!

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:১৬

জগ বলেছেন: হাসান বালবৈশাখী বলেছেন:
এই বালেরা না থাকলে তো তোদের বাবারা ৬মাস বিনা শ্রম জেল শেষে বাইর হইয়া যাইতো,
এখন ফাঁশির দড়ী থাইকা একটাও রেহাই পাবিনা, আল্লারে ডাক, কাজে দিব!

১৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:১৫

জাতির চাচা বলেছেন: শাহবাগী ইম্রানকে উন্নত চিকিৎসা দেয়া দরকার।আবার কবে বসবে আসর? আহ মাগনা বিরিয়ানী আর গাঞ্জা .।।সাথে লাকি পপিদের উদ্দাম নৃত্য.।.।কম্বিনেশনটা খারাপ না।

১৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

রিয়াজ৩৬ বলেছেন: সংসদের কথা না ধরে, ইমরান সাহেবের উচিত গাজীপুরে আজমত উল্লাহর পক্ষে প্রচারণা চালানো।। কারণ আমরা শুনেছি গাজীপরের পাশেই তিনি নাকি আশুলিয়ায় বি...শা.....ল সমাবেশ করেছিলেন। এদিকে ইতোমধ্যে হেফাজত ১৮ দলের হয়ে কাজ করছে।

তাহলে গণজাগরণ মঞ্চ বসে আছে কেন??

১৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:০৮

একজন ঘূণপোকা বলেছেন: বেলাল আহমেদ রাসেল বলেছেন: এ পাগল এখনও আছে?
অনেক দিন দেখিনা

১৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:০৫

কলাবাগান১ বলেছেন: যাদের অদম্য সাহস আর ত্যাগের বিনিময়ে (নাসির উদ্দিন ইউসুফ) এই দেশের মুক্ত আলোবাতাসে উপরের ব্লগার ভাইরা বড় হয়েছেন, আজ তাদেরকেই এমন কটাক্ষ করা হচ্ছে শুধু রাজাকারদের বিচার চাওয়ার জন্য........।

সেদিন এক রাজাকার বান্ধব ব্যক্তির কথা শুনে গা গুলিয়ে উঠল... উনার মতে, ১৯৭১ সনে এক শিশু জন্ম গ্রহন করে যার জন্ম-পরিচয় নিয়ে উনি সন্দিহান কিন্তু তিনি জাস্ট মেনে নিয়েছেন....। আমি বললাম, এই 'বাস্টার্ড' শিশুর জন্মের পরিচয়ে (বাংলাদেশের পাসপোর্ট) আজ আপনি আমেরিকায় প্রতিষ্টিত হয়েছেন

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:১৩

জগ বলেছেন: রাজাকারদের বিচার আমরাও চাই, এইটা হনুজাগরন মঞ্চের বাপের ক্রেডিট না। রাজাকারদের বিচারের নামে স্কাইপি কেলেংকারী এবং নাস্তিক হনুমানদেরকে দিয়ে রাজপথ দখল করে প্রকাশ্যে নোংরামি করার অধিকার কোন হারামজাদার নাই। সুশীলদের বাল-ফালানোর দিন শেষ। এই ধরনের ভন্ডামি মূলক কথাবার্তা বলে আমাদের মগজ ধোলাই করতে পারবেন না।

১৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৫৮

দুরন্ত-পথিক বলেছেন: কি যে বলেন ইহা তো আর এক সরকারের দাবী খালেদা জিয়ার ওপর। :P :P :P

১৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৩১

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: কলাবাগান১ বলেছেন: যাদের অদম্য সাহস আর ত্যাগের বিনিময়ে ( জমির চাচা ) এই দেশের মুক্ত আলোবাতাসে উপরের ব্লগার ভাইরা বড় হয়েছেন, আজ তাদেরকেই এমন কটাক্ষ করা হচ্ছে শুধু রাজাকারদের বিচার চাওয়ার জন্য........।

চাচা কি ফ্রিডম ফাইটার ছিল নাকি ?

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:১৪

জগ বলেছেন: জমির চাচার কাহিনী কি ভাই?

১৯| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০২

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: রিয়াজ৩৬ বলেছেন: সংসদের কথা না ধরে, ইমরান সাহেবের উচিত গাজীপুরে আজমত উল্লাহর পক্ষে প্রচারণা চালানো।। কারণ আমরা শুনেছি গাজীপরের পাশেই তিনি নাকি আশুলিয়ায় বি...শা.....ল সমাবেশ করেছিলেন। এদিকে ইতোমধ্যে হেফাজত ১৮ দলের হয়ে কাজ করছে।

তাহলে গণজাগরণ মঞ্চ বসে আছে কেন??

২০| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৫

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: জাতির চাচা বলেছেন: আবার কবে বসবে আসর? আহ মাগনা বিরিয়ানী আর গাঞ্জা .।।সাথে--।


-----নিত্যনতুন পানজাবি।

২১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৩

শুভখান বলেছেন:

ওর টাইম শেষ বিরিয়ানির দিন শেষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.