নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগ

জগ

জগ

ঢাকা থেকে জগ বলছি

জগ › বিস্তারিত পোস্টঃ

ক্লাস নাইন পাশ খালেদা এক নিবন্ধ লেখছেন, তাও আবার ওয়াশিংটন টাইমসে, ইংরেজিতে !!!

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

ক্লাস নাইন পাশ খালেদা এক নিবন্ধ লেখছেন, তাও আবার ওয়াশিংটন টাইমসে, ইংরেজিতে !!! সেই নিবন্ধের ঠ্যালায় বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আম্রিকা বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল কৈরা দিছে।



এইটা যদি সত্য হয়, তাহইলে ডজনের উপর ফরেন ডিগ্রীধারী বুবুজানরে প্রাইমিনিস্টার বানাইয়া কি ফায়দা টা হইলো ???

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৭

একজন ঘূণপোকা বলেছেন: ফায়দা নাই, জনগন তা বুঝে গেছে


সরকারও তা বুঝে গেছে, তারা তারা গেছে পাগল হইয়া

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১২

রিওমারে বলেছেন: এই নাইন পাশ গোলাপী বেগম ঘটে যে বুদ্ধি রাখে হোয়াইট কাউয়া কালারের হাসিনা খানম তার ৪ আনা বুদ্ধি যদি ঘটে রাখতো তা হলে তো কাজে দিত। দেশের এত দুর্গতি হত না।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৪

রাজীব বলেছেন: প্রইমারী পাশ মানে কি নাইন পাশ নাকি??? :( :( :(

৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৬

নাঈম বলেছেন: হেতেনে নাইন পাশ কবে কইচ্চে!!! :-* :-* :-* :| :| :|

৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪০

~মাইনাচ~ বলেছেন: কথাটি ফেলনা না।


তবে অযৌক্তিক কথা বলাতে আমরা খুবই পটু।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৪:২০

এই আমি সেই আমি বলেছেন: খালেদার কথায় আমেরিকা জি এস পি সুবিধা বাদ দিয়েছে এটা ঠিক নয় বা এটা বলা যাবে না । কিন্তু আমেরিকা এটা বাদ দিয়েছে এবং খালেদা এটাই চেয়েছিলেন , এটা অস্বীকার করার সুযোগ নেই ।


এটা দেশের জন্য অমঙ্গল এবং খালেদা দেশের অমঙ্গল চেয়েছিলেন ।

Do not through the baby with dirty. ময়লা ফেলতে গিয়ে শিশু টিকে ফেলে দিওনা । আসলে আমেরিকা কেন জি এস পি সুবিধা বাদ করল ঠিক বোধগম্য নয় । বাজারে অনেক ফিস ফিসানি ।ডঃ ইউনুস , চিটাগাং পোর্ট , বাংলাদেশে ঘাটি সঠিক কারণ জানা যাবেনা , কিন্তু যে ছুতা বা বাহানা ওরা দেখাচ্ছে অবশ্যই সেটা নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.