![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১/ রাষ্ট্রীয় বাহিনী খুব একটা খারাপ কোথায়!!? মাত্র একটা ছেলের
পায়ে গুলি করেছে।
২/ রানা প্লাজায় ক্ষতিগ্রস্থকে ৪০ হাজার টাকা বেতনে চাকরী দিয়েছে!!! রাষ্ট্র কত্ত মহান!
ইরাক আক্রমনের আগে বুশ তার নিরাপত্তা উপদেষ্টা কন্ডোলিৎসা রাইসের সাথে মিটিং করছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল সেই মিটিংএ যোগদেবার পর কন্ডোলিৎসা রাইস তাকে বললেন--"আমরা ঠিক করেছি ইরাকের ১০ লক্ষ লোককে মেরে ফেলবো; সেই সাথে একজন নিরীহ আমেরিকান মেকানিককেও হত্যা করবো"। -
"কেন?!! মেকানিক কী দোষ করলো?", কলিন পাওয়েল জিজ্ঞেস করলেন।
বুশের দিকে তাকিয়ে কন্ডোলিৎসা বললেন--"বলেছিলাম না, কেউ ১০ লক্ষ ইরাকীর কথা বলবে না, সবাই মেকানিককে নিয়ে আলোচনা করবে"।
রাষ্ট্রীয় বাহিনী আর সীমান্তে বিদেশী বাহিনীর হাতে নিহত হাজার হাজার মানুষের মৃত্যুকে ভুলে আমরা কেবল লিমনকে নিয়েই মেতে আছি; রাষ্ট্রও তাই চায়। তাই তো কিছুদিন পর পর লিমনকে নিয়ে নিত্য নতুন শিরোনাম তৈরী করে।
অন্যদিকে রানা প্লাজা, তাজরীনসহ বিভিন্ন কারখানায় আহত ও নিহত হাজার হাজার মানুষের পরিবারের কথা ভুলে যাচ্ছি এক রেশমার ৪০ হাজার টাকার চাকরীর আর অলৌকিক উদ্ধার নাটকের বিনিময়ে! জয় তু মিডিয়া! আমাদের এই মোক্ষম দাওয়াই দিয়ে তোমরাই ভুলিয়ে ভালিয়ে রাখছো।
গতকাল আবার দেখলাম এক হাবিলদার বলেছে, উনাদের সাথে 'ফাউল' না খেলতে... তা হাবিলদার স্যার, আপনি কী খেলা খেলছেন? বৌ-চি... না কুতকুত?
POST COURTESY: Akm Wahiduzzaman
২| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১
দেশপ্রেমিক পোলা বলেছেন: হুম এভাবে ভাবতে শিখলে বাংলাদেশের রাজনীতিবিদরা আমাদের মাথায় কাঠাল ভেংগে খেতে পারতো না। সরকার একের পর এক নাটক করে চলেছে বড় একেকটি আকাম করে সেটি ঢাকার জন্য।
৩| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
আলী খান বলেছেন: কেউ শিখায়, কেউ শিখে আবার ইতিহাস সবাইকে শিক্ষা দেয়।
৪| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
খাটাস বলেছেন: সরকার কত নাটক করছে তা কট্টর পন্থীরা স্বীকার না করলে ও সাধারণ মানুষ ঠিক ই বোঝে। এই পোস্টের মত সাবলীল ভাবে গঠন মুলক সমালোচনায় সেই বিষয় গুলো সুন্দরভাবে তুলে ধরা যায়। কিন্তু ব্লগার জগ এর কট্টর পন্থি মন্তব্য গুলো দেখে কখনই শান্তিকামী মনে হয় নি। তার ভাষা ও মানসিকতায় কোন বিশেষ গোষ্ঠীর প্রতি অন্ধ মনে হয়। সম্ভবত এই এটিটিউড টা কখন ও কাম্য নয়।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২০
মুঘল সম্রাট বলেছেন:
বুশের দিকে তাকিয়ে কন্ডোলিৎসা বললেন--"বলেছিলাম না, কেউ ১০ লক্ষ ইরাকীর কথা বলবে না, সবাই মেকানিককে নিয়ে আলোচনা করবে"।
আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।