![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ইউথাইরয়েড ব্লগ। হাইপো/হাইপারথাইরয়েডরা নিজ দায়িত্বে বিচরন করবেন।
দুই মাস ব্যপী বুনিয়াদী প্রশিক্ষনের জন্য বগুড়া বিয়াম ফাউন্ডেশনে আগমন। বগুড়ায় এই প্রথম এলাম। সারাদিনের ঝক্কিঝামেলাময় বাস জার্নির পর বগুড়া পৌছেছি বিকাল চারটার দিকে। সাথে মেডিকেলের প্রথম বর্ষ থেকে একসাথে থাকা বন্ধু। রিপোর্টিং শেষ করেই দুজন বেড়িয়ে পড়লাম শহর ঘুরে দেখতে আর সাথে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে। ফেবুতে বগুড়া চেক ইন দেয়ার পর পরই স্কুলের এক বন্ধুর ফোন। সেও বগুড়ায়। ওর সাথেও দেখা হলো। ঘুরাঘুরি কেনাকাটা শেষ করে ডর্মে ফিরে গোসল খাওয়া দাওয়া। এরপর প্রায় বছর দুয়েক পর সামুর এই নিকে কিছু লেখালেখির ইচ্ছে হলো। অনেক দিন ব্লগের বাইরে আছি। কেমন আছে সামুবাসী জানা নেই। সবার জন্যই রইল শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪
এহসান সাবির বলেছেন: শুভেচ্ছা।
বিয়াম!!