![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নয়, কিন্তু লেখি মনের আবেগ থেকে.তাহলে কি আমি লেখক, না আমি অন্য ৫-১০ জন্যনের মত,কিন্তু জীবনটা অনেক কষ্টের ঐ কষ্টের মধ্যে আনন্দ খুজে পাই,কারন আল্লাহ তালা কত সুন্দর দুইটি হাত দুইটি চোখ আর অসাধারন জ্ঞান দিয়েছে সুখের জন্য আর কি চাই,.....।
আমি যাব না এই বাংলা ছেড়ে
যতদনি রাখবনে আল্লাহ প্রান ।
আমি গেয়ে যাব বাংলার গান
যতদিন থাকবে এই পৃথীবীতে প্রান ।
আজ বাংলার সূরে গায়ছে
কত লক্ষ পাখি গান ।
তায় আজ তুমি বিভিন্ন সূরে
করতে পার আহব্বান ।
তোমার সূর শুনে
তায় দেখ আজ
মিলেছে নদী ঢেউ
তুলেছে গানের বেলা
করছে কত সুন্দর করে খেলা ।
দেখ এক সুরে গায়ছে মধুর গান
ওগো বাংলা
তুমি আমার দেহ প্রান ।
©somewhere in net ltd.