![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নয়, কিন্তু লেখি মনের আবেগ থেকে.তাহলে কি আমি লেখক, না আমি অন্য ৫-১০ জন্যনের মত,কিন্তু জীবনটা অনেক কষ্টের ঐ কষ্টের মধ্যে আনন্দ খুজে পাই,কারন আল্লাহ তালা কত সুন্দর দুইটি হাত দুইটি চোখ আর অসাধারন জ্ঞান দিয়েছে সুখের জন্য আর কি চাই,.....।
পথে আছি পথে বাস
পথি আমার নিবাস
পথে কোনে চুপটি করে
ঘুমিয়ে মোরা থাকি ।
রাত ভোরে স্বপ্ন দেখে
বুক বড়ে হাঁসি
চোখ খোলার পরে মোরা
কান্নার জ্বলে বাসি ।
এই পৃথিবী গুরছি মোরা
দেখছি কত স্বপ্ন
সাদা কালো মানুষ গুলোর
দেখছি কত রংগ ।
বিধি কথা ভাবছি মোরা
কি করেছি মন্দ
বিধি কেন পথে ধারে
দিল মোদের জন্ম
পথে আছি পথে মানুষ
পথে আমার জন্ম।।।.......GM..।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: ধন্যবাদ...
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৬
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে..
তবে কিছু বানান ভুল আছে তা ঠিক করে নিন।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৮
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: দূঃখিত ভূল হয়ে গেছে ...আপনাকে ধন্যবাদ..
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
প্রবাসী দেশী বলেছেন:
(এই পৃথিবী "ঘরছি " মোরা )
এটা কি ঘুরছি না গড়ছি হবে ! নাকি আমিই ভুল পড়লাম।
কবিতাটি ভালো হয়েছে।