![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নয়, কিন্তু লেখি মনের আবেগ থেকে.তাহলে কি আমি লেখক, না আমি অন্য ৫-১০ জন্যনের মত,কিন্তু জীবনটা অনেক কষ্টের ঐ কষ্টের মধ্যে আনন্দ খুজে পাই,কারন আল্লাহ তালা কত সুন্দর দুইটি হাত দুইটি চোখ আর অসাধারন জ্ঞান দিয়েছে সুখের জন্য আর কি চাই,.....।
সেই মেয়েটি
থাকত ঐ ছোট গ্রামটা
গ্রামের নাম ছিল স্বপ্ন পুরি ভাই
তাঁর গ্রামে যেতাম আমি
সকাল,সন্ধা ভাই
নাম ছিল তাঁর চাঁদনি
চাঁদের মত তাঁর মূখ খানি
গুরতো ফিরত দেখতাম মোরা।
কইছিল তাঁর বাপে
মাইয়া আমার ডাক্তার হইব
দেইখা লইও সবে
জানত কে দুঃখ তাঁর হইব সাথী
বাপ মইরা গেলে
মা তার অভাগিনী
চইলা গেল বাপের পথে।
বিধীর নিয়ম বুঝিনা হায়
লুকায় যে কোথায়
মেয়েটাকে একলা করল
তাঁর বাপ মায়
নিশ্চুপ হইয়া গেল
সেই মেয়েটা
গ্রাম থেকে গ্রাম গুরতো ফিরত
গত বর্ষার পর
সেই মেয়েটাকে
আর দেখি নাই......
©somewhere in net ltd.