![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নয়, কিন্তু লেখি মনের আবেগ থেকে.তাহলে কি আমি লেখক, না আমি অন্য ৫-১০ জন্যনের মত,কিন্তু জীবনটা অনেক কষ্টের ঐ কষ্টের মধ্যে আনন্দ খুজে পাই,কারন আল্লাহ তালা কত সুন্দর দুইটি হাত দুইটি চোখ আর অসাধারন জ্ঞান দিয়েছে সুখের জন্য আর কি চাই,.....।
আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি
আল্লাহ তুমি করেছ কত সুন্দর করে
এই দুনিয়াকে সৃষ্টি
তোমার সৃষ্টি শ্রেষ্ঠ হল
মানুষ নামের এই প্রানটি
আল্লাহ তুমি জীবন দিলে এবং
তোমাকে করি বিশ্বাস
তোমার হুকুমে আবার যাব কবরে
এটায় করি বিশ্বাস
তোমার কথায় হয় যে
শস ফল সৃষ্টি
তুমি আবার দাও বৃষ্টি
তুমি যে করছে এই গাছপালা
করছে যে সৃষ্টি
আল্লাহ তুমি যে মানুষ করছে সৃষ্টি
মানুষরে মধ্যে কি অপরুপ করলে সৃষ্টি
সেই মানুষরে মধ্যে
একজন নূর করলে সৃষ্টি
সে হল আমার নূরে মোহাম্মাদি
আল্লাহ তুমি করলে কত সুন্দর করে
মানুষ সৃষ্টি
আল্লাহ তুমি দিয়েছে মানুষকে অসাধারণ দৃষ্টি
মানুষকে করছে তোমার ইবাদতের জন্য সৃষ্টি
মানুষ হল পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সৃষ্টি
কত সুন্দর
সর্ব স্রষ্টার কী সৃষ্টি ।।।।
মো গোলাম মোস্তফা......
২| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:১২
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: আপনি কয়দিন দরে লেখালিখি করে???
কবি নজরুল ইসলাম যাকে নুর বলেছে তাকে আমি কিভাবে
মানুষ বলি আমি নজরুল থেকে বড় নয়।।।
৩| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: নবী রাসূলরা যেখানে ভুল করেছেন কবি নজরুল তো সাধারন মানুষ ছিলেন তাহলে তিনি কি ভুল করতে পারেন না?
০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৫
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: সব রাসূলদে সাথে হরযত মোহাম্মদ (স তুলনা হয় না।
৪| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন।
০৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫৪
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: আমিন।। সবইকে শান্তী দান করুক।।।
৫| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
ধ্রুবক আলো বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন।
০৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫৪
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: আমিন।।।
৬| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০১
স্বতু সাঁই বলেছেন: নূরটা কি?
০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৯
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: আলো, উজ্জ্বল রশ্মি।
৭| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৫
স্বতু সাঁই বলেছেন: আলো দেখা যায়?
০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৩
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: না। কেনো? আলোত কিছু ক্ষুদ্র উজ্জ্বল রশ্মি তৈরি।
৮| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:২৩
স্বতু সাঁই বলেছেন: তাহলে গুণী মোহাম্মদকে কি সেই সময় মানুষ দেখতে পেতেন না?
০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৩
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: আশা করি আপনি এই ভিডিও টা দেখলে আপনার সব উওর পেয়ে যাবেন।
https://youtu.be/YcIdjineysY
৯| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০
স্বতু সাঁই বলেছেন: ভিডিওটা দেখতে পেলাম না। মুখে বললেই চলবে।
১০| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ২:৫১
স্বতু সাঁই বলেছেন: ভিডিওটা দেখতে পেলাম না। মুখে বললেই চলবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের নবী (সাঃ) মাটির তৈরী আমাদের মতই মানুষ।
তাকে নুরের তৈরী বলা ঠিক নয়।