![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নয়, কিন্তু লেখি মনের আবেগ থেকে.তাহলে কি আমি লেখক, না আমি অন্য ৫-১০ জন্যনের মত,কিন্তু জীবনটা অনেক কষ্টের ঐ কষ্টের মধ্যে আনন্দ খুজে পাই,কারন আল্লাহ তালা কত সুন্দর দুইটি হাত দুইটি চোখ আর অসাধারন জ্ঞান দিয়েছে সুখের জন্য আর কি চাই,.....।
হাটি হাটি পা পা
এই শূন্য আমি একা
ডানে তাকাই কেহ নাই
বামে তাকাই কেহ নাই
সামনে শুধু ফাঁকা
এই মহা শূন্য আমি একা।
পথের বাঁকে থেমে গেলে
পাবে কি? কেউ দেখা
যাবার কালে
আমি আজ একা।
হেটেচলা ধূলোমাটির পথে
পদচিহ্নের হাহাকার।
অবিশ্বাসের কিছু নাই
ভালবাসায় দেবে বিদায়
সব কিছুয় থাকবে ফাঁকা
শুধু আমি থাকব একা
এই শূন্য আজ আমি একা।।।
১২ ই জুন, ২০১৭ রাত ১২:০৩
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: বুঝতে পারছিনা বানাটা কোথায় ভূলয়েছে দয়া করে একটু বলেন?
২| ১২ ই জুন, ২০১৭ রাত ১২:০৯
অর্ক বলেছেন: আমি বলি, শূন্য, শুধু, ফাঁকা, ধূলো, অবিশ্বাসের, বিদায়, ভুল। সবাই শূন্য থেকেই শুরু করে, আস্তে আস্তে মহীরুহ হয়ে ওঠে। ধন্যবাদ। শুভকামনা।
৩| ১২ ই জুন, ২০১৭ রাত ১২:৩১
অর্ক বলেছেন: ধন্যবাদ!
১২ ই জুন, ২০১৭ রাত ১২:৪১
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: ভাই ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেনা আমার পক্ষ থেকে আপনাকে...ধন্যবাদ
৪| ১২ ই জুন, ২০১৭ রাত ১:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর প্রকাশ করেছেন একাকীত্ব। ভালো লাগলো কবিত। মুগ্ধতা জানিয়ে গেলাম।
শুভকামনা আপনার জন্য।
(শিরোনাম কেমন যেন অস্পষ্ট ভাই, বুঝলাম না!)
১২ ই জুন, ২০১৭ রাত ৩:২৮
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: ধন্যবাদ
৫| ১২ ই জুন, ২০১৭ রাত ১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
১২ ই জুন, ২০১৭ রাত ৩:৩০
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: ধন্যবাদ
৬| ১২ ই জুন, ২০১৭ সকাল ৯:৪১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
১৩ ই জুন, ২০১৭ রাত ১২:১৬
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: ধন্যবাদ
৭| ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
১৩ ই জুন, ২০১৭ রাত ১২:১৭
মো গোলাম মোস্তফা(হুদে লিখক) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫১
অঘ্রান অভ্রু বলেছেন: সুন্দর। বানানের দিকে আরেকটু নজর দিতে হবে শুধু