নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
তোমার জীবনে আমি
সূর্য হয়ে উদিত হতে চাইনি
অস্তমিত হয়ে যাওয়ার ভয়ে।
তোমার জীবনে আমি
চাঁদ হয়েও উদিত হতে চাইনি
ক্ষয়ে যাওয়ার ভয়ে।
তিব্র ভালবাসার অনুভূতিটা কি
তা আর কি করে বোঝাব তোমায়
যে বাসে ভলো
সেই জানে
সে ভালোবাসার গভীরতা কতটুকু্।
যদি চাও
সে ভালোবাসার গভীরতা মাপতে
আপত্তি নেই
জানি তল খুঁজে পাবে না।
যাই বল যেটাই বল
মেনে নেয়ার অভ্যাস আছে আমার।
শুধু তোমারই জন্য
অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
shfikul বলেছেন: +++