![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
বাজার-ঘাট খুব একটা করিনা আমি।মাঝে-মাঝে বাজারে গেলে আকাশ থেকেই যেন পড়ি।আমার মনে আছে ছোট থাকতে আমাদের গ্রামের বাজারে এক টাকায় দুই কেজি বেগুন পাওয়া যেত।এই পাঁচ-দশ দিন আগেও বেগুনের দাম ছিল বিশ-পচিশ টাকা।সেই বেগুনের দাম এখন আশি টাকা!এই অস্বাভাবিক দামের কারনে হয়তো অনেকে বেগুনি খেতে পারবে না।তাই কি আর করা বেগুনির বদলে পেপেনি না হয় কম দামের অন্য কোন তরকারির চপ বানিয়ে খাবেন। বিশ্বে প্রতিটি দেশে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা প্রতিযোগীতা দেয় কে কত কম মূল্য দ্রব্য সামগ্রী সরবরাহ করতে পারবে।আর আমাদের দেশে ঠিক তার উল্টো।দ্র্রব্য মূল্যর এই উর্ধগতীতে সাধারন জনগন হিমশিম খাচ্ছে।পরামর্শ একটাই, এসেছে মাস রমজান বাজারে কম যান।
২| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯
রাহুল বলেছেন: সাবেক বানিজ্য মণ্ত্রি ফারুক খানের কথা মনে পড়ে গেলো। কম খান দাম কমে যাবে। ব্যাপারটা আসলে টেস্ট করা দরকার ....... হ্য়তো কামে দিতেও পারে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ২:০৩
ভিটামিন সি বলেছেন: মিয়াভাই, মিছাকতা কইন কেরে? ২০-২৫ টাকা কেজি বেগুন কোন আমলে খাইছেন? গত সাত দিন আগেও তো আমি ৫০ টাকা কেজি কিনলাম লম্বা বেগুন। টাকা বাচাইতে চাইতে খাওন-দাওন বন্ধ কইরা দেইন।