নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
তাপসী,
কত কিছু ভুলে যেতে চাই জীবনে,কিন্তু যে বিষয় গুলি ভুলে যেতে চাই সে গুলি ভুলে গেলেও অগোচরে সুপ্ত মনের মাঝে ঠিকই গেথে থাকে।আর মাঝে-মাঝে সে গুলো মনে পড়লে মনটা এক রাশ বিষাদে ভরে ওঠে।
যতই আমরা বলিনা কেন মন খারাপ করব না তা কি আদৌ সম্ভব?মনের উপরে নিয়ন্ত্রন কজনের আছে বল।মনকে বশে রাখা অসম্ভব একটা কাজ।
আজ কাল খুব একটা মন খারাপ হয় না আবার কারনে অকারনে মন খারাপ হয়।তবে আগের চেয়ে বুঝতে শিখেছি অনেক।বলতে পারিস ঠেকেই শেখা।
ঠেকে হোক আর যায় হোক শিখেছি তো।বাঁচলে সামনে আরও শিখব।তুইও তো মনে হয় অনেক শিখেছিস।
আমার কাছে যে বিষয় গুলো ভিষন কষ্টের সেই একই বিষয় কারও কারও কাছে হাস্যকর।তাই কখনই মনের কষ্ট গুলো কারও কাছে বলা হয়নি।কাওকে বলেই বা লাভ কি?কেউ তো আর কষ্টের ভাগ নিবে না।
জীবনে আর কিছু করিস আর না করিস কিছু মানুষ চিনে রাখিস।আর চিনে রাখা এই মানুষ গুলোর সাথে উপযুক্ত ব্যবহার করিস।
ভাল থাকিস।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
ডার্ক ম্যান বলেছেন: তাপসী কি আজ পরবাসী?
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
লাওয়ারিশ আত্মা বলেছেন: আগের চেয়ে বুঝতে শিখেছি অনেক।বলতে পারিস ঠেকেই শেখা।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: জীবনে আর কিছু করিস আর না করিস কিছু মানুষ চিনে রাখিস।আর চিনে রাখা এই মানুষ গুলোর সাথে উপযুক্ত ব্যবহার করিস। -- বুঝতে পেরেছি আপনার কষ্টটা।
কষ্টের দ্রুত উপশম হোক, উভয় প্রান্তে!
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
নিলিমার নীল বলেছেন: অসাধারন ।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
কল্লোল পথিক বলেছেন: আজ কাল খুব একটা মন খারাপ হয় না আবার কারনে অকারনে মন খারাপ হয়।
চমৎকার লিখেছেন।