![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১/ একা মেয়ে
একলা তুমি ছাদে
কারও জন্য
মন কি তোমার কাঁদে।
২/ কি আর হবে
ভালবাসা ঢেলে বুকের
শুনলাম শেষ নেই নাকি
তোমার সুখের।
৩/ নাম লিখেছি
স্বার্থপরের খাতায়
আমার নামটি লিখনা আর
তোমার মনের পাতায়।
৪/ কে বলেছে
গেছি তোমায় ভুলে
এই দেখনা নাম লিখেছি তোমার
হাজার ফুলে-ফুলে।
৫/ ঘুম আসে না
মেলে রই আঁখি
এসো তুমি আর আমি হই
রাতজাগা পাখি।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
জনৈক অচম ভুত বলেছেন: ভালই লাগল।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬
খোলা মনের কথা বলেছেন: অনু কাব্য, সুন্দর লাগল
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩
অগ্নি কল্লোল বলেছেন: সুন্দর!!!
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: অণুকাব্য হলেও সবগুলো যেন একি কবিতার চরণ । ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
কল্লোল পথিক বলেছেন: বাহ !চমৎকার অনু কবিতা।