নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
ইজিবাইকটা রিজার্ভ করেছি।ঘন্টা আড়াইয়ের পথ।দরদাম করে ভাড়া ঠিক করলাম পাঁচ শত টাকা।চালকের নাম সুমন
ভাড়া বেশি নিচ্ছেন না তো?বলতেই বলল,আরও চালকের কাছে দরদাম করে দেখেন।
সুমন ছেলেটা পরিষ্কার,লম্বা দেখতেও অনেক সুন্দর।বয়সে আমার চেয়ে বছর তিনেকের ছোট।
চেহারার মাঝে মায়া মায়া একটা ভাব আছে।
ভাড়া ঠিক করার সময় সুমন কি একটা বিষয় নিয়ে বলল,আমি মিথ্যা বলি না, বড় কোন খারাপ কাজও করিনা।
তবে আমার একটা বড় বদ অভ্যাস আছে।
সারা রাস্তা গল্প করেই আসছিলাম।দুজনে বেশ ফ্রি ভাবেই কথা বলছিলাম।
এক সময় সুমনকে বললাম, আপনার বদ অভ্যাসটা কি আমি জানতে পারি?
একটু লজ্জিত ভাব নিয়ে সুমন বলল,আমার বদ অভ্যাসটা হল....
থাকনা কি দরকার অন্যর বদ অভ্যাস জানার।
আসুন তার চেয়ে আমরা একে অপরের ভাল দিক গুলিই জানি।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: সেটাই কি ভার নয় দাদা?
২| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
কল্লোল পথিক বলেছেন:
আসুন তার চেয়ে আমরা একে অপরের ভাল দিক গুলিই জানি।
চমৎকার।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
সুমন কর বলেছেন: আসুন তার চেয়ে আমরা একে অপরের ভাল দিক গুলিই জানি....