নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
মূখে তো আর আমাদের সব সময় হাসি থাকে না
তাই আমাদের মূখের হাসিটাকে ধরে রাখার
সে কিযে সব কান্ড কারখানা।
কোথা থেকে এক যন্ত্রের আমদানি
তারপর সেই যন্ত্রের সম্মুখে দাড়িয়ে
আমাদের সেকি প্রানানন্তকর প্রচেষ্টা
ক্ষনিক সময় পরে কিছু ক্লিক ক্লিক শব্দ
অতঃপর আমরা সেই গুমড়া মূখোই।
আমাদের হাসি মাখা মূখ গুলো শোভাবর্ধন পায়
শুধু মাত্র কাঠে বাধা ফ্রেমের ছবিতেই।
হ্যা কি যেন বলছিলে?
আজ একটা বিশেষ দিন তাইনা?
দিন গুলো আমার কাছে সব একই
তবে ফ্রেমে বাধা হাসি মূখে শোভাবর্ধন কারীদের কাছে
হয়তো কোন একটা দিন বিশেষ কিছুই।
তুমি জানো তারপরও জানতে চাওয়ার কৌতুহল নিয়ে
আমায় জিজ্ঞেস করলে, আজ যেন কত তারিখ?
এই আমরা মানুষ গুলো নিজেরা কিছু কিছু বিষয় জানলেও
সেই জানা বিষয় অন্যর মূখ থেকে জেনে নিতে
কেন জানি খুব পছন্দ করি।
না তাতে দোষের কিছু নেই,
আমার মাথায় না আজকাল একেক বার
একেকটা পোকা ঢুকে যায়
আর তখন আমার মাথা সেই পোকাটা ছাড়া আর কিচ্ছু ভাবে না।
ফ্রেমে বাধা হাসি হাসি মূখ গুলো
আসলে কতটা হাসি খুশি থাকে
সেটা জানার শখ হয় খুব।
ফ্রেমে বাধা হাসি মূখের মত জীবনের প্রতিক্ষনের জীবন্ত মূখটা
কতটুকু হাসি খুশি থাকে তা জানতে চাওয়া সর্ব সময় সমীচীন নয়।
আরে হ্যা আমি জানি তো
আজ ১১-১২-১৩ !
সুন্দর খুব তাই না দিনটা?
সুন্দর বল আর বিশেষ বল সব দিনই সমান।
তবে আমরা কেউ কেউ কোন একটা দিনকে বিশেষ করেই ফেলি
খেয়াল করেছ ১১-১২-১৩
এদের মাঝে পুলস্টপ বল আর হাইফেন যেটাই
সংখ্যা গুলো কাছাকাছি পাশাপাশি নেই তারা
ওদের ভেতরও দূরুত্ব পুলস্টপ কিম্বা হাইফেন ঢুকে গেছে।
পাশাপাশি আর কাছাকাছি করলে কি হয় দেখ ১১১২১৩
কি বোঝাতে কি বোঝালাম নিজেও বুঝলাম না।
শুধু ফ্রেমে বাধা ছবিতে সর্ব সময় নয়
জীবনের ফ্রেমে বাধা ছবিতেও হাসি অটুট থাকুক সর্ব সময়।
বিশেষ দিন ক্ষন করে কি আর হয় ভালবাসা
কিম্বা ভালবাসার কথা
তাহলে এক কুক্ষনেই বলব তোমায় ভালবাসি।
শুভ হোক তোমার ১১-১২-১৩ বিশেষ দিনটি।
২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৬
নীলপরি বলেছেন: খুব সুন্দর । ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
বিজন রয় বলেছেন: ১১-১২-১৩ এর অর্থ বুঝলাম।
সুন্দর।
+++