নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১/ অনেকের হয়তো বিশাল একটা মন আছে
কিন্তু তার হয়তো কাউকে বিশাল কিছু দেওয়ার ক্ষমতা নেই
তাই তার বিশাল মনের বিশালতাও কারও চোঁখে ধরা পড়ে না।
২/ তবু ছুয়ে দেখি বৃষ্টি...
মন ভেজায় না শরীর
দেখেনি কেও
না,তুমিও
৩/ কি ভাবে বলি
যাচ্ছে দিন ভালো
এখন ফেসবুকের ইনবক্সেও
কেউ বলে না হ্যালো।
৪/ ভুলতে গেলেই আমায় কি আর
ভুলতে তোমায় দেব
রোজ গেলেই আগ বাড়িয়ে
তোমার খবর নেব।
৫/ ব্যস্ত নেই তেমন তবু ব্যস্ত হওয়ার ভানেই কাটছে সময় ভিষন!
৬/ নাম লিখিয়েছি
স্বার্থপরের খাতায়
আমার নামটা লিখনা আর
তোমার মনের পাতায়।
৭/ মুখে ঝরে কথার ফুলঝুরি
তবু বুকের মাঝে কথার পাহাড়!
৮/ ফ্রেন্ডলিষ্টে দশ জন গাধা রাখার চেয়ে এক জন জ্ঞানীর ফলোয়ার হওয়া অনেক ভাল।
বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক আইডি থেকে নেয়া।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬
মোস্তফা সোহেল বলেছেন: তাহলে আপনার সাথে আমার কিন্তু মিল আছে।মন্তব্যর জন্য ধন্যবাদ
২| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
বিজন রয় বলেছেন: দারুন।
৩| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৭
আরজু পনি বলেছেন:
৮/ ফ্রেন্ডলিষ্টে দশ জন গাধা রাখার চেয়ে এক জন জ্ঞানীর ফলোয়ার হওয়া অনেক ভাল।
চিন্তার বিষয়
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেকের হয়তো বিশাল একটা মন আছে
কিন্তু তার হয়তো কাউকে বিশাল কিছু দেওয়ার ক্ষমতা নেই
তাই তার বিশাল মনের বিশালতাও কারও চোঁখে ধরা পড়ে না।
যেমনঃ আমি
লেখা বেশ ভালো লেগেছে।