| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোস্তফা সোহেল
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** রোদ তো নয়
যেন হলকা আগুন
বাঁচতে চাইলে
আগে থেকেই ভাগুন।
** অনু কথা সর্ব সময়
নয়তো কথা অনু
গেছেন নাকি ভুলে
মেয়েটির নাম তনু।
** ছোট্ট বেলায় খেলতাম
খেলাটির নাম এলেবেলে
পোলাপান মইজা আছে
আই পি এলে।
** সাহস থাকলে বুকে
উচিৎ কথা কন
এদেশে নায্য বিচার
পায়না জনগন।
** কি হবে আর
শরমে
যাচ্ছি মরে
গরমে।
** গরম ভিষন বস
মন ভোলাতে তারে
দিলাম আখের রস।
** সংবাদ পত্রের
মূল হেডিং
দেশে এখন চলছে
ভয়াভয়ো লোডশেডিং।
২|
১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বেশ সুন্দর অনুকাব্য। কবিকে ধন্যবাদ।
৩|
১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩
বাকপ্রবাস বলেছেন: চমৎকার
৪|
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মোটামুটি লাগলো।
৫|
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
৬|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অনু গুলো খুব সুন্দর হয়েছে, ভাল লাগল ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২
কল্লোল আবেদীন বলেছেন:
চমৎকার অনুকাব্য।