নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১/ তবু ছুঁয়ে দেখি বৃষ্টি
মন ভেজায় না শরীর
দেখেনি কেউ
না তুমিও।
২/ বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঘুমিয়ে কাটায়
সকাল দুপুর।
৩/ বর্ষায় ভিজি
মনের কষ্ট গুলি খুঁজি।
৪/ তুমি নাওনা আমায় চিনে
এই বৃষ্টি ভেজা দিনে।
৫/ বর্ষার সময়
মাথায় দেই ছাতা
মনে পড়ে
প্রিয়জনের কথা।
৬/ আবার এল বরষা
মনে নাই ভরসা।
২| ১২ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৮
ইকরাম উল হক বলেছেন: মানুষ ভাল নয় কিন্তু মন ভাল !!!
বাই দা ওয়ে অনুকাব্য চমৎকার হয়সে
৩| ১২ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৯
প্রথমকথা বলেছেন: ভাল লাগল অনুকাব্য//////
৪| ১২ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩১
মানুষ বলেছেন: এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে।
আমায় তুমি ফেলে যেও না।।
এতদিন পরে কাছে এলে
ওগো এখনি কেন যাবে চলে
এ হৃদয় জুড়ে পিয়াসা
ভেঙ্গে দিওনা আমার এ আশা
ভালো যদি আমায় নাই বাসো একটু করো করুণা।।
জীবনের আকাঁবাকাঁ পথে
ও গো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
তুমি ছাড়া জীবনে
আর তো কিছুই চাইবো না।।
৫| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ বাহ, বেশ লাগল!! +++
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৬
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার অনুকাব্য।
অনুকাব্যে+++++++++++