নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** সুযোগ বুঝে
যে যার মত নিচ্ছে
শুনলাম তোমার নাকি
আকাশ ছোয়ার ইচ্ছে।
** কি করে বলি
আছি বেশ
রক্তে রাঙা
হচ্ছে সোনার দেশ।
** রাত দুপুরে বাহিরে যায় না
ভয় পায় খুব জম
ভাই পলিটিক্স বুঝি কম।
** বোকার মত কাজ করেছিস
এবার বাঁশ নে
নিজে থেকে না বুঝলে
বোঝায় কারে কে।
** বিয়ের চিন্তায়
পড়ছে মাথার চুল
বিয়ের পরে বুঝছি
এটাই বড় ভুল।
** সুরভিত গন্ধ পায়
গায়ে দিছ নাকি আতর
মানুষ গুলো আমরা সবাই
বড়ই পরশ্রীকাতর।
** তোমাই আমি
বড়ই ভালবাসি
তাই রোজ ফেসবুকে আসি।
** ম্যাসাজ দিলে উত্তর দাও
ঘন্টা খানেক পর
বুঝছি আমি এখন আমায়
আর কর না ডর।
** দেখতে সুন্দর
ফল মাকাল
এখন ভাল মানুষের
বড় আকাল।
** বন্ধু আমার
জানের জান
তার জন্য
দিতেও পারি প্রান।
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ কল্লোল দা
২| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮
সিগনেচার নসিব বলেছেন:
সুন্দর লিখেছেন অনুকাব্য
ভাল লাগা জানুন
৩| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর অনুকাব্যগুলো
শুভেচ্ছা রইল
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: ফাতেমা আপু আপনাকেও অনেক ধন্যবাদ
৪| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৮
সামিয়া বলেছেন: সুন্দর সুন্দর
৫| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো হয়েছে।
৬| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৩
জেন রসি বলেছেন: রাত দুপুরে বাহিরে যায় না
ভয় পায় খুব জম
ভাই পলিটিক্স বুঝি কম।
এইটা জটিল হইছে!
শুভেচ্ছা।
৭| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ কথা। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫২
কল্লোল পথিক বলেছেন:
বাহ!দারুন হয়েছে।