নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
আপুর দেবর আপুর জন্য একটা স্মার্ট ফোন পাঠিয়েছিল । আপুর নাকি স্কীনটাস ফোন চালাতে সমস্যা হয় তাই শেষে আমি একটা কম দামি ফোন কিনে দিয়ে আপুর স্মার্ট ফোনটা আমার দখলে নিয়ে নিলাম।এটা বেশ আগের কথা । ফোনটা এখন আর তেমন কাজ করে না । নেট চালাতে গেলে শুধু হ্যাং হয়ে যায়।এই ফোনটা দিয়েই আগে টুকটাক নেট চালাতাম। এখন স্মার্ট ফোন না থাকায় আর নেটা চালায় না।
আমার এক ছোট মামাতো ভাই বিদেশে থাকে। ফোনটা দিয়ে আগে তার সাথে ইমোতে কথা হত। একদিন ভিডিও কলে কথা বলছি এমন সময় ভাইটি বলল,ভাই তোর মোবাইলের সামনের ক্যামেরাটা অন কর তোরে দেখব। আমি বললাম আমার ফোনে সামনে ক্যামেরা নাই। ও আাকাশ থেকে পড়ার মত অবাক হয়ে বলল,এ ভাই তুই কি ফোন ব্যাবহর করিস যে সামনে ক্যামেরা নাই!
ছোট ভাইটাকে কিছু বলতে পারিনা। ও হয়তো ভাবে আমি চাকরি করি অনেক টাকা বেতন পায় আমার কাছে কেন একটা ভাল ফোন নাই, এটা ওর কাছে অবাক করা মত ব্যাপার।আসলে বাস্তবতাটা ওকে বোঝাতে পারিনা। বলতে ইচ্ছেও করে না। একটা ফোন চাইলে হয়তো না করবে না। কিন্তু চাই না। চাকরি করি যে কারও কাছে কি কিছু চাওয়া যায় নাকি। কিন্তু কি চাকরি করি কয় টাকা বেতন পায় এটা কাওকে বোঝাতে পারি না।
কলেজে পড়ার সময় দেখতাম আমার বন্ধুরা দামি ফোন চালাচ্ছে ।খুব খারাপ লাগত।মনে হত কবে যে এমন একটা ফোন কিনতে পারব।
অনেক কষ্ট করে আপু আর মায়ের কাছ থেকে টাকা নিয়ে ১২-১৩ হাজার টা দিয়ে একটা সেট কিনেছিলাম। এখনও সেট কেনার টাকা আছে কিন্তু কিনতে ইচ্ছে করে না। মনে হয় এত টাকার সেট না কিনে টাকাটা সংসারে দিলে উপকার হবে।
আমি সেই দিন থেকে খুব খারাপ আছি যে দিন থেকে আমি একটু একটু সংসার বুঝতে শিখেছি।
সে দিন এক বন্ধু বিদেশ থেকে ফোন করেছে। ফোন করেই বলে এই ইমো চালু কর তোর সাথে কথা বলব। আমি বললাম আমার এ্যানড্রয়েড ফোন নাই ,শুনে আমার জন্য একটা ফোন পাঠাতে চাইল। আমি বললাম বিদেশিদের কাছ থেকে কিছু নেব না। তবে পাঠাতে পারিস দাম দিয়ে দেব।
বর্তমানে আসলেই একটা এ্যানড্রয়েড ফোনের বড় দরকার। ভাবছি একটা কম দামের মধ্যে এ্যানড্রয়েড সেট কিনেই ফেলব। তবে সেট সম্পর্কে আমার ধারনা খুব কম। কম দামের মধ্যে কোন সেট কিনলে ভাল হবে কেই একটু বলবেন প্লিজ?
নেট থেকে আমি অবশ্য একটা সেট পছন্দ করেছি Huawai-Y625 দাম ৮০০০ টাকা।
কেউ যদি এই সেট ব্যাবহার করেন তাহলে একটু জানাবেন সেটটা কেমন হবে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩
কল্লোল পথিক বলেছেন:
এর চাইতে স্যামসাং জে ২ ফোনটি মনে হয় বেশী ভাল হবে।
দামও আপনার বাজেটের কাছাকাছি।