নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

এ যে এক অনবদ্য কবিতা

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০








কিছু এলো মেলো শব্দ গুলোকে
ক্রমান্বয়ে সাজাতে গিয়ে
বারে বারে ব্যর্থ হয়ে যায়।
তবু ভাবি কেউ হয়তো
এই এলো মেলো শব্দ গুলোতে
চোঁখ বুলাতে বুলাতে ভাববে
আহ কি সুন্দর
এ যে এক অনবদ্য কবিতা!
না এখনও পায়নি কারও উচ্ছাসিত মন্তব্য
কেউ বলেনি এলো মেলো এই শব্দ গুলোই
অনবদ্য এক কবিতা।
আমি সব সময় ঘোরের মাঝেই থাকি
অলৌকিক সপ্নে বিশ্বাসী নয়
তবু মন্ত্র মূগদ্ধের মতই
কিছু সপ্ন দেখে যাওয়া।
ন্যাকামি করে হয়তো বলিনি
তুমি পাশে থাকলেই
এলো মেলো শব্দ গুলোই হবে এক অনবদ্য কবিতা।
আজ যা হারিয়েছি
তা হয় তো ওই ন্যাকামি না করার জন্যই।
আবার যদি কখনও দেখা হয়
ন্যাকিমি করে তোমায় কিছু কথা বলতে
একদম ভুলব না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালোই লাগলো। মন্ত্রমুগ্ধ বানানটা একটু দেখবেন।

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: আমি বানানে একটু কাঁচা। ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য

২| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৫

কানিজ রিনা বলেছেন: আবার যদি পাই ন্যাকাম দিয়ে তাজমহল
গড়ব। আবার যদি পাই ন্যাকাম দিয়ে
সুন্দর সুন্দর কবিতা লিখব।
তাইত ভাই খুব সুন্দর।

৩| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

টাইম টিউনার বলেছেন: সুন্দর লিখেছেন ......

৪| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৭

জেন রসি বলেছেন: সেই কেউ একজন পাশে থাকবে এই শুভকামনা রইলো। :)

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ জেন রসি। আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮

সামিয়া বলেছেন: ভালো লাগলো

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২১

নীলপরি বলেছেন: কবিতার ভাবপ্রকাশ অনবদ্য লাগলো । ++

৭| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: হোক না এলোমেলো মনের ভাবটাকে কিছু শব্দের মাধ্যমে প্রাকশ করার ক্ষমতাই বা রাখে ক'জন? ভালোলাগা জানিয়ে গেলাম।

৮| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.