নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬







** কি আর হবে
মনের কথা বলে
প্রেমের বয়স
কবেই গেছে চলে।



** দিবা নিশি
ধান্দা সবার টাকার
কি করে ভাই
বাড়বে মনের আকার।



** পান থেকে
খসলে পরে চুন
ভুলেই যায়
কার খেয়েছি নুন।



** মনের ভেতর কষ্ট গুলো
যায় কি আর দেখা
এখন আর হয়না
কাব্য লেখা।




** কে বলেছে
গেছি তোমায় ভুলে
এই দেখনা নাম লিখেছি তোমার
হাজার ফুলে ফুলে।




** তুমি বুঝবে কি আর
তুমি তো নও কবি
কবিতা হল
মনের প্রতিচ্ছবি।



**সার্থে পড়লে টান
বন্ধুও দেখায় ভান।



** বন্ধু আমার
জানের জান
তার জন্য
দিতেও পারি প্রান।




** সবাই বলে বাদর
তবু বন্ধু তুই আসলে
করব জামাই আদর।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দারুণ! প্রথম চারটি বেশী ভালো লেগেছে।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শামীম ভাই

২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

মৌমুমু বলেছেন: সুন্দর অনুকাব্য।
** পান থেকে
খসলে পরে চুন
ভুলেই যায়
কার খেয়েছি নুন।
**সার্থে পড়লে টান
বন্ধুও দেখায় ভান।

সত্যি কথা। ভালো লেগেছে।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: মৌমুমু, আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকবেন।

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথমটা একদম ফাটাফাটি !!

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
** পান থেকে
খসলে পরে চুন
ভুলেই যায়
কার খেয়েছি নুন।


ভালো লেগেছে এটা।

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: অনুকাব্য পড়ে ভালো লাগলো।

৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর অনুকাব্য বস


ভাল লাগা রেখে গেলাম

৭| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
অনুকাব্য ভাল লেগেছে। খুব সুন্দর লেখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.