নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
অপূর্ণতার মাঝে কেউ
পূর্ণতাকে খুঁজে পেতে চাইলে
দাওনা তাকে খুঁজতে।
অপূর্ণতার মাঝে সে তো
পেতেও পারে পূর্ণতাকে।
কিন্তু কেউ যদি চাই
পূর্ণতার মাঝে অপূর্ণতাকে খুঁজতে
তুমি কি সাই দেবে তাতে?
ধরে নিলাম দেবে না
হয়তো বলবে পরিপূর্ণ না হলে
পূর্ণতা হল কি করে
অপূর্ণতা থাকলে কি আর তাকে বলে পূর্নতা।
তবুও খোঁজ না পূর্ণতার মাঝে অপূর্ণতাকে ।
অপূর্ণতাকে বুকে রেখে কেউ কেউ
থাকে পূর্ণতার মতই।
২| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৭
টমাটু খান বলেছেন: কবিতা পড়ে ভালো লেগেছে
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: প্রত্যাশা পূরুণ হোক.....