![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
মিনা,
আমি জানতে পারলাম তুমি অসুস্থ। তবুও এই অসুস্থতার মাঝেও তুমি ভাল আছ,তোমার মন ভাল আছে এবং তুমি সার্বিক দিক দিয়ে ভাল আছ
এটাই আমার আশা। মিনা তুমি আমাকে উপরের দিকটা দিয়েই দেখেছ কিন্তু বাস্তবিক ভেতরের দিকটা দেখতে পাওনি।
তুমি মনে কর পৃথিবীতে তুমিই একমাত্র দুঃখী আর সকলেই সুখি।এটা তোমার ভুল ধারনা।পৃথিবীতে প্রকৃত সুখি মানুষ খুবই কম।
প্রত্যেক মানুষেরই কম বেশী দুঃখ আছে।তুমি শুধু তোমার নিজের কষ্টটা দেখ বলে তোমার এত কষ্ট।তুমি যদি বাইরের মানুষের কষ্টটা একটু দেখতে তাহলে তোমার কষ্টটা একটু কমত।তুমি তো শুধু মানসিক কষ্ট পাচ্ছ, কিন্তু আমি মানসিক আর্থিক দুটি কষ্টই পাচ্ছি। এবার বল কোন কষ্টটা বেশী? আমি জানি তুমি তোমার কষ্টটাকেই বেশী বলবে।আর আমি বলব যার কষ্ট তার কাছেই বড়।তুমি মানসিক কষ্ট পেলে মানসিক আমি আর্থিক কষ্ট পেলে আমার কাছে আর্থিক কষ্টটাই বেশী বলে মনে হবে।আমি আসলে বলতে চাচ্ছি সব কষ্টই কষ্ট তা মানসিক, আর্থিক, ক্ষুদার, ভালবাসার যাই হোক না কেন।এজন্য তোমাকে বলছি তুমি শুধু তোমাকে দুঃখী মনে কর না। তোমার মত আরও অনেক দুঃখীই রয়েছে।
ভাল করে বুঝতে চেষ্টা কর, নিজেকে অবহেলিত অবজ্ঞিত ভেব না। তাতে দিন দিন পেছনের দিকেই চলে যাবে।
এখন থেকে স্বাভাবিক থাকতে চেষ্টা করবে।মনে কোন দুঃশ্চিন্তা করবে না। মনকে সব সময় প্রফুল্ল রাখতে চেষ্টা করবে।
সবার সাথে সহজেই মিশতে চেষ্টা কর।
অনিন্দ সুন্দর দৃষ্টি দিয়ে পৃথিবীর দিকে তাকাও দেখবে সব কিছু সুন্দর।
২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১০
মোস্তফা সোহেল বলেছেন: বিজন দা কেমন আছেন?
২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১২
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন নতুন কোন কবিতা লেখেন না। লেখালেখি কি কমিয়ে দিলেন
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: না কমিয়ে দেই নি।
সামু খুব স্লো ছিল। আস্তে আস্তে সামু গতি পাচ্ছে, আমিও গতি পাচ্ছি।
লেখা আসবে শীঘ্রই।
ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
প্রামানিক বলেছেন: প্রত্যেক মানুষেরই কম বেশী দুঃখ আছে।
কথা ঠিক
৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
মুমু পাখি বলেছেন: সুন্দর ষ্পষ্ট করেই লিখেছেন, ভালো লাগলো। তথাপি জানেন তো কিছু কিছু মানুষ যতই ষ্পষ্ট করে বলেন তা বোঝেনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: মানুষ সবসময় অন্যের ভিতরটা অনুভব করতে পারে না।
আপনার লেখার মর্মকথা সেটাই মনে হতে পারে।