নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
দেওয়াল টপকেছি
ভেঙেচুরে নয় মনে-মনে
মনে-মনে ভাঙা যায় অনেক কিছুই
মন দিয়ে সব কিছু ভেঙে দিতে শেখ
তা না হলে তোমার
মনটাই ভেঙে যাবে।
পাথরে গড়া মনও আছে
চারপাশে গভীর দৃষ্টি দাও
ঠিকই তোমার দৃষ্টি গোচর হবে
পাথরে গড়া মন গুলো।
মনে-মনে হয়তো পার হওয়া যায়
কংক্রিটের দেওয়াল
তবু বাস্তবতার দেওয়াল পার হতে
এই মনের যত সংশয়।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর +++
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।